Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6046
১.বাংলার প্রাচীন শহর মহাস্থানগড় এর অবস্থান কোথায়?
-বগুড়ায়।
২.বাংলাদেশে বয়স্কভাতা চালু হয় কত সালে?
-১৯৯৮ সালে।
৩.বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
-পিপীলিকা।
৪.বাংলাদেশের একমাত্র জেলা যার দুটি দেশের সীমানা সংযোগ রয়েছে –
-রাঙামাটি।
৫.বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
-শ্যামনগর।
৬.বাংলাদেশ সংবিধানের মূলনীতি রয়েছে কতটি?
-চারটি।
৭.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কত জন?
-৪২৬ জন।
৮.আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কত সালে?
-২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
৯.বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয়েছে কত সালে?
-২০১১ সালে।
১০.বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ঢাকা
১১.চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কী বলা হয়?
-বিজু।
১২.বাংলাদেশের সরকারি ইপিজেড মোট কতটি?
-৮টি।
১৩.বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোনটি?
-হালদা নদী।
১৪.২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
-অধ্যাপক আনিসুজ্জামান।
১৫.মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হয় কোন বীরশ্রেষ্ঠ?
-ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
১৬.সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
-মোহাম্মদপুর, ঢাকা
১৭.পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দেন কে?
-রাষ্ট্রপতি।
১৮.বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
-অস্ট্রিক।
১৯.শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
-নেত্রকোণা
২০.বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল এর অভিষেক হয় কত সালে?
-১৯৯৬ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    971 Views
    by tamim
    0 Replies 
    354 Views
    by shahan
    0 Replies 
    319 Views
    by rafique
    0 Replies 
    1314 Views
    by sajib
    0 Replies 
    1517 Views
    by rajib

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ০১.পদের নাম[…]

    ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধি মোতাবেক শ[…]

    বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীত[…]

    সরকারি বিধি অনুযায়ী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান […]