Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6043
১.আলো শব্দের বিপরীত শব্দ কোনটি?
-আঁধার।
২.কালো কালো চেহারা-এ বাক্যে কী বুঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে?
-সামান্যতা বোঝাতে।
৩.আসামির পক্ষে উকিল কে? এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
-সহায় অর্থে।
৪.ইদুর কপালে এর সমার্থক বাগধারা কোনটি?
-মন্দ ভাগ্য।
৫.কোনটি শুদ্ধ বানান?
-পারিভাষিক।
৬.চায়ের বাগান কোন সমাস?
-ষষ্ঠী তৎপুরুষ সমাস।
৭.কোনটি করণ কারকে শূণ্য বিভক্তির উদাহরণ?
-ঘোড়াকে চাবুক মার
৮.সংযম শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
-সম্+যম
৯.গরীয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?
-গরিয়সী।
১০.বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কতটি?
-২১।
১১.এক কথায় প্রকাশ করুন: পাঁচ সেরের সমাহার
-পসুরি
১২.নিম্নের কোন শব্দটি জাপানি?
-রিক্সা।
১৩.বচন অর্থ কী?
-সংখ্যার ধারণা।
১৪.সমুদ্র এর সমার্থক শব্দ নয় কোনটি?
-সলিল
১৫.ভাষার মূল উপাদান কী?
-ধ্বনি।
১৬.বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
-ইন্দো-ইউরোপীয়।
১৭.বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
-প্রাতিপদিক।
১৮.বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির কী কী?
-ঐ ঔ
১৯.মহাকীর্তি কোন সমাস?
-কর্মধারয়।
২০.সুন্দরলতা শব্দের ব্যাসবাক্য কী?
-সুন্দরী যে লতা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1096 Views
    by sajib
    0 Replies 
    768 Views
    by kajol
    0 Replies 
    1064 Views
    by rafique
    0 Replies 
    320 Views
    by tasnima
    0 Replies 
    781 Views
    by tamim

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]