Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5950
১.বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
-চর্যাপদ।
২.বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি কে?
-ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৩.বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
-মাইকেল মধুসুদন দত্ত।
৪.বনফুল কোন লেখকের ছদ্মনাম?
-বলাইচাঁদ মুখোপাধ্যায়।
৫.গৌড়ীয় ব্যাকরণ কার রচনা?
-রাজা রামমোহন রায়।
৬.পাখি সব করে রব রাতি পোহাইল পঙক্তিটির রচয়িতা কে?
-মদনমোহন তর্কালঙ্কার।
৭.রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
-গীতাঞ্জলি।
৮.কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তিরহিত হন?
-১৯৪২ সালে।
৯.কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়?
-বিজলী।
১০.কাদো নদী কাদো কার উপন্যাস?
-সৈয়দ ওয়ালীউল্লাহ।
১১.হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি কী?
-বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
১২.শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের কবিতা?
-উপন্যাস।
১৩.মৈয়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক কে ছিলেন?
-চন্দ্রকুমার দে।
১৪.পায়ের আওয়াজ পাওয়া যায়- কাব্যনাটকের রচয়িতা কে?
-সৈয়দ শামসুল হক।
১৫.পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতা কে?
-মানিক বন্দোপাধ্যায়।
১৬.কবি শামসুর রহমানের পৈত্রিক নিবাস কোন গ্রামে?
-পাড়াতলী।
১৭.বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে?
-প্রমথ চৌধুরী।
১৮.বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কতটি?
-৩টি।
১৯.নিচের কোনটি ষত্ব বিধানের নিয়মে শুদ্ধ?
-মাস্টার।
২০.দ্যুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-দিব+লোক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    362 Views
    by tasnima
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    912 Views
    by tamim
    0 Replies 
    495 Views
    by mousumi
    0 Replies 
    570 Views
    by shihab

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]