Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5912
১.বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ রয়েছে?
-আইন-ই-আকবরী।
২.ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভব হয় কখন?
-খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে।
৩.বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তা কে?
-ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৪.আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
-প্রাচীন ভারতীয় আর্যভাষা।
৫.বাংলা ভাষা কেনা ভাষাগোষ্ঠীর পরিবারভুক্ত?
-চীন-তিব্বতীয়, অস্ট্রো-এশিয়াটিক ও ইন্দো ইউরোপীয়।
৬.বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত?
-ইন্দো-ইউরোপীয়।
৭.কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
-বঙ্গ-কামরূপী।
৮.ভাষা ব্যবহারকারী সংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?
-ষষ্ঠ।
৯.বাংলাদেশে ব্যবহৃত মোট ভাষা কতটি?
-৪১ টি।
১০.বিশ্বে বাংলা ভাষা ব্যবহারকারী দেশ কতটি?
-৪টি। যথা:
১.বাংলাদেশ
২.ভারত
৩.নেপাল
৪.সিঙ্গাপুর

সার্কভুক্ত দেশের ভাষাচিত্র
দেশ – ভাষা ( নৃ-তাত্ত্বিক) – বিদেশি – মোট
ভারত – ৪৪৭ – ৬ – ৪৫৩
নেপাল – ১২২ – ৭ – ১২৯
পাকিস্তান – ৭৪ – ১১ – ৮৫
বাংলাদেশ – ৪১ – ৪ – ৪৫
আফগানিস্তান – ৪১ – ১ – ৪২
ভুটান – ২৩ – ৮ – ৩১
শ্রীলংকা – ৭ – ৫ – ১২
মালদ্বীপ – ২ – ০ – ২
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    321 Views
    by raihan
    0 Replies 
    1275 Views
    by sajib
    0 Replies 
    902 Views
    by kajol
    0 Replies 
    366 Views
    by tasnima
    0 Replies 
    502 Views
    by mousumi

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]