Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5850
১.পশ্চম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়?
-২০১১ সালে।
২.বাংলাদেশ আদমশুমারি ২০১১ অনুযায়ী লোকসংখ্যা কত?
-১৪,৯৭,৭২,৩৬৪ জন।
৩.বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী দেশের মোট জনসংখ্যা কত?
-১৬ কোটি ৩৭ লাখ।
৪.বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী মোট জনসংখ্যায় পুরুষ ও নারীর অনুপাত কত?
-পুরুষ ও নারীর অনুপাত=১০০.২:১০০।
৫.জনসংখ্যার হিসাবে বাংলাদেশ বর্তমানে এশিয়ার কততম জনাধিক্য দেশ?
-পঞ্চম।
৬.বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যার ব্যুরো-এর প্রধানের পদবি কী?
-পরিচালক।
৭.পরিসংখ্যান ভবন কোথায় অবস্থিত?
-ই-২৭/এ, আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা।
৮.পরিসংখ্যান ব্যুরোর প্রধান কাজ কী?
-আদমশুমারি পরিচালনাসহ দেশের প্রয়োজনীয় অন্যান্য তথ্য গণনা ও ফলাফল প্রকাশ।
৯.পশ্চম আদমশুমারী ২০১১ বাংলাদেশে গড়ে প্রতি বর্গ কিলোমিটারেরর জনবসতির ঘনত্ব কত?
-১০১৫ জন।
১০.অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ এর তথ্যানুসারে বাংলাদেশে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে জনবসতির ঘনত্ব কত?
-১,১০৩ জন।
১১. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
-১,৯০৯ মার্কিন ডলার।
১২.চলক কত প্রকার ও কী কী?
-চলক প্রধানত তিন প্রকার। যথা:
১.সরল চলক
২.বিচ্ছিন্ন চলক
৩.অবিচ্ছিন্ন চলক
১৩.পরিসংখ্যানের কার্যাবলীর ধাপগুলো কী কী?
-যে কোনো বিষয় বা ঘটনার সংখ্যাসূচক অনুসন্ধান করাই পরিসংখ্যানের কাজ। পরিসংখ্যানবিদগণকে কোনো সংখ্যাত্মক উপাত্ত অনুসন্ধান করতে হলে কোন কার্যাদি অনুসরণ করতে হয় তা হলো –
১.উপাত্ত সংগ্রহ
২.উপস্থাপন
৩.বিশ্লেষণ
৪.ব্যাখ্যাদান
১৪.কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পরিমাপকসমূহ কত প্রকার ও কী কী?
-কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পরিমাপক বা পদ্ধতিসমূহকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১.গড়
২.মধ্যমা
৩.প্রচুরক
গড় বা মধ্যককে ৪টি শ্রেনীতে ভাগ করা যায়। যথা:
১.যোজিত বা গাণিতিক গড়
২.জ্যামিতিক বা গুণিতিক গড়
৩.তরঙ্গ গড়
৪.দ্বিঘাত গড়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]