Page 1 of 1

প্রাক-প্রাঃ ও প্রাঃ শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত থেকে বিগত সালের প্রশ্ন: পার্ট-০৬

Posted: Fri Jan 22, 2021 1:59 pm
by awal
১.একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো । দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
-১০০ টাকা
সমাধান:
১০% লাভে বিক্রয়মূল্য =(৫০০+৫০০X১০%)
=৫৫০ টাকা
১০% কমে ক্রয়মূল্য= (৫০০-৫০০X১০%)
=৪৫০ টাকা
সুতরাং লাভ= (৫৫০-৪৫০) টাকা
=১০০ টাকা
২.টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
-২০%
সমাধান:
৫টি লিচুর বিক্রয়মূল্য ১ টাকা
৪টি লিচুর বিক্রয়মূল্য=৪/৫ টাকা
সুতরাং ক্ষতি= (১-৪/৫) টাকা
=১/৫ টাকা
১ টাকায় ক্ষতি হয় ১/৫ টাকা
১০০ টাকায় ক্ষতি হয়= ১/৫X১০০ টাকা
=২০ টাকা
৩.এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে?
-২০%
সমাধান:
১ কুড়ি বা ২০ টি কলার ক্রয়মূল্য ৫০ টাকা
১ ডজন বা ১২ টি কলার ক্রয়মূল্য =৫০X১২/২০ টাকা
=৩০ টাকা
১ ডজন কলার বিক্রয়মূল্য ৩৬ টাকা
৩০ টাকায় লাভ= (৩৬-৩০) টাকা
=৬ টাকা
১০০ টাকায় লাভ= (৬X১০০/৩০) টাকা
=২০ টাকা
৪.কোনো একটি বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ৪০% লাভ হবে?
-৭০ টাকা
সমাধান:
২০% ক্ষতিতে
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৪০ টাকা হলে ক্রয়মূল্য =১০০X৪০/৮০ টাকা
=৫০ টাকা
৪০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা
ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০X৫০/১০০ টাকা
=৭০ টাকা

Re: প্রাক-প্রাঃ ও প্রাঃ শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত থেকে বিগত সালের প্রশ্ন: পার্ট-০৬

Posted: Sat Jan 23, 2021 3:37 pm
by badr
চালিয়ে যান