Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5798
১.মহিলাটির একাধিক শাড়ী পছন্দ হয়েছিল। সেজন্য তিনি ----- হয়েছিলেন।
-সিদ্ধান্তহীন
২.Candidate: Campaign:: Product:
-Advertisement
৩.স্বাধীন: নির্ভয়:: সংশয়:?
-দ্বিধা।
৪.ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?
-y/x ঘন্টা
৫.২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
-২২ ১/২ ডিগ্রী
৬.The correct spelling is ----
-Humorous
৭.Extermpore means ----
-Impromtu
৮.শিখন্ডী শব্দের অর্থ কী?
-ময়ূর।
৯.কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে ---ঘুরবে।
-জোরে
১০.কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) --- ঘুরবে।
-জোরে
১১.এক ব্যক্তি ১ মাইল গিয়ে ডান দিকে ঘুরে এবং আরো ১ মাইল গিয়ে বামদিকে ঘুরে এবং ২ মাইল যায়। পুনরায় বামদিকে ঘুরে ৫ মাইল গিয়ে সে তার অফিসে যায়। তার যাত্রার স্থান থেকে অফিসের দূরত্ব কত?
-৫ মাইল
১২.একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
-উত্তর।
১৩.নিচের চিত্রে যথাক্রমে কতটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র রয়েছে?
-৪ ও ৫
১৪.১,২৭,১২৫ ---- শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
-৩৪৩
১৫.নিচের কোন জোড়টি ভিন্নধর্মী?
-(৪,৯)
১৬.কোনো সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ৫ বিয়োগ করে ৯ দিয়ে গুণ করলে ১৩৫ হয়। সংখ্যাটি কত?
-১০০
১৭.ভাইভা বোর্ডে অপনাকে একটি গান গেয়ে শোনাতে বলা হলো। অথচ গান গাওয়ার একেবারেই কোনো অভিজ্ঞতা আপনার নেই। ঐ মূহূর্তে আপনি –
-গান গাইতে না পারার কথা বলে যতটা সম্ভব চেষ্টা করবেন।
১৮.শুদ্ধ বানানটি নির্দেশ করুন –
-মুহুর্মুহু
১৯.ব্যক্তিত্ব প্রকাশে --- অন্যতম মাধ্যম।
-সৌজন্যবোধ
২০.নিচের কোনটি মৌলিক সংখ্যা?
-৪৭
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    311 Views
    by rafique
    0 Replies 
    321 Views
    by raihan
    0 Replies 
    601 Views
    by bdchakriDesk
    0 Replies 
    954 Views
    by bdchakriDesk
    0 Replies 
    934 Views
    by tamim

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]