Get on Google Play

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
#5789
অধ্যাপক আলী আসগর
১.অধ্যাপক আলী আসগর কে ছিলেন?
-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানী।
২.তার উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
-সময় প্রসঙ্গে, ভাষা ও বিজ্ঞান, বিজ্ঞান প্রতিদিন, বিজ্ঞানের বিচিত্র জগৎ থেকে, বিজ্ঞানের মজার প্রজেক্ট, বিজ্ঞান ও সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের পথে, পরিবেশ ও বিজ্ঞান, বিজ্ঞানের দিগন্তে, বিজ্ঞান আন্দোলন।

এবি মুহাম্মদ খুরশিদ
মৃত্যু ২ জুলাই ২০২০
১.এবি মুহাম্মদ খুরশিদ কোথায় জন্মগ্রহণ করেন?
-ফরিদপুর।
২.তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার কত নম্বর আসামি ছিলেন?
-১৮ নম্বর।

আন্তর্জাতিক
সৌমিত্র চট্টোপাধ্যায়
১৯ জানুয়ারি ১৯৩৫-১৫ নভেম্বর ২০২০
১.সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম কোথায়?
-মির্জাপুর স্ট্রীট, কলকাতা, ভারত, ।
২.তার অভিনীত চরিত্রগুলোর ভিতরে সব থেকে জনপ্রিয় চরিত্র কোনটি?
-ফেলুদা।
৩.তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার বা সম্মাননা কী কী?
-পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, ফ্রান্স সরকার কর্তৃক লিজিওন অব অনার।

শেখ খলিফা বিন সালমান আল খলিফা
২৪ নভেম্বর ১৯৩৫- ১১ নভেম্বর ২০২০
১.বাহরাইনের প্রথম প্রধানমন্তী কে?
-শেখ খলিফা বিন সালমান আল খলিফা।
২.তিনি কোন সময়কাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন?
-১০ জানুয়ারি ১৯৭০-১১ নভেম্বর ২০২০।

অং রিতা শেরপা
২৭ ফেব্রুয়ারি ১৯৪৮-২১ সেপ্টেম্বর ২০২০
১.বোতলে ভর্তি অক্সিজেন ছাড়াই সর্বোচ্চ দশবার মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন কে?
-অং রিতা শেরপা (নেপাল) ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    245 Views
    by raihan
    0 Replies 
    534 Views
    by masum
    0 Replies 
    167 Views
    by shanta
    0 Replies 
    243 Views
    by tamim
    0 Replies 
    213 Views
    by raja

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]