Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5764
১.কখন উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়?
-দুর্যোগের পরপরই।
২.পার্ল হারবার কোথায় অবস্থিত?
-হাওয়াই দ্বীপ।
৩.খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় –
-সুন্দরী
৪.ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
-মন্ট্রিল প্রটোকল
৫.জলবায়ু পরিবর্তনের ফলে ফসলি জমি –
-হ্রাস পাচ্ছে
৬.সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সে.মি বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate refugee হবে –
-৩.৫ কোটি
৭.জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
-কুড়িল দ্বীপপুঞ্জ।
৮.বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি?
-জায়গীরজাত, পঞ্চগড়।
৯.ভারতের সাথে বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত দৈর্ঘ্য কত কিমি?
-৬.৫ কিমি।
১০.রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় –
-১-১০ পর্যন্ত।
১১.বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত মৌসুমি বায়ু প্রবাহিত হয় কোথায়?
-গ্রীষ্মকালে।
১২.বাংলাদেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোন স্থানদ্বয়ে?
-লালাখাল, সিলেট ও লালপুর, নাটোর।
১৩.বাংলার দার্জিলিং খ্যাত পাহাড় কোনটি?
-চিম্বুক পাহাড়।
১৪.বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করা হয় কত সালে?
-১৬ অক্টোবর ২০০১ সালে।
১৫.লোহিত সাগরের প্রাচীন নাম কী?
-সাইনাস আরাবিকাস।
১৬.প্রাকৃতিক গ্যাস কোন জাতীয় পদার্থ?
-পেট্রোলিয়াম জাতীয় পদার্থ।
১৭.কুনলুন ও হিমালয়ের মধ্যে অবস্থিত কোনটি?
-তিব্বত মালভূমি।
১৮.সারা বছর তুষারে আবৃত থাকে কোন মহাদেশ?
-এন্টার্কটিকা।
১৯.বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন?
-পাহাড়ি ভূমি।
২০.বাংলাদেশের পরিবেশ আদালত কতটি?
-তিনটি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    642 Views
    by bdchakriDesk
    0 Replies 
    494 Views
    by tamim
    0 Replies 
    393 Views
    by raja
    0 Replies 
    421 Views
    by mousumi
    0 Replies 
    851 Views
    by kajol

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]