Try bdQuiz for Free!

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5762
১.Liberty is to bondage as danger is to ---
-safety
২.নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
-9
৩.১ ঘন্টা ২০ মিনিট, ৪ ঘন্টার কত অংশ?
-১/৩ অংশ
৪.নিচের কোন বানানটি শুদ্ধ?
-বুদ্ধিজীবী
৫.আয়নার দেখা গেল, ঘড়িতে ৯.৩০ বাজে। তখন প্রকৃত সময় কত?
-২:৩০
৬.নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়?
-(২x২x২)²৪²
৭.কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ---- ঘুরবে।
-জোরে।
৮.১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ---- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
-২১
৯.মানুষে ভালোবাসার জন্য সৃষ্টি, স্নেহ বিনিময় ছাড়া সে--- হতে পারে না।
-সুখী
১০.১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত মোট কয়টি অধিবর্ষ রয়েছে?
-২৫টি।
১১.যদি একটি ডিম সিদ্ধ করতে ৫ মিনিট সময় লাগে তাহলে ১০ টি ডিম সিদ্ধ করতে মোট কত সময় লাগবে?
-৫ মিনিট।
১২.ক, খ ও গ একই সোফায় বসা। খ ও গ দুই ভাই। ক, গ এর মায়ের ভগ্নীপতি এবং খ এর পিতা। খ, গ এর কোন সম্পর্কীয় ভাই?
-খালাতো ভাই।
১৩.আপনার প্রতিবেমী দুটি ছেলেকে আপনি একটি দোকানে চুরি করতে দেখলেন। আপনি তখন কি করবেন?
-ছেলেদেরকে চুরি করা মাল ফেরত দিলে বলবেন
১৪.একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
-২৪০০০ লিটার
১৫.রেডিওতে একটি বিজ্ঞাপন ১৫ মিনিট পর পর প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি ১ মিনিট ধরে প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি ১ মিনিট ধরে প্রচারিত হয়। সকাল ৮ টায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে, সকাল ৯ টা পর্যন্ত ৯ টা পর্যন্ত বিজ্ঞাপনটি কত বার প্রচারিত হবে?
-৪
১৬.২ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
-২২ ১/২ ডিগ্রী
১৭.একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে?
-উত্তর।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  338 Views
  by samimhasan9
  0 Replies 
  962 Views
  by rekha
  0 Replies 
  705 Views
  by rana
  0 Replies 
  1623 Views
  by afsara
  0 Replies 
  863 Views
  by rana

  Vacancy 04 Job Responsibilities Computer fluen[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন