Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5754
১.বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা কয়টি?
-১০টি।
২.’ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
-জিহ্বামূল।
৩.আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি?
-আওভান।
৪.কোন বানানটি শুদ্ধ?
-মহর্ষি।
৫.কোনটি বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
-ত-বর্গ।
৬.গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-গো+পদ
৭.ছিন্ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
-ছিদ+ক্ত।
৮.পাউরুটি শব্দটি কোন ভাষার?
-পর্তুগিজ।
৯.কোনটি দেশি শব্দ?
-খোঁপা।
১০.বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ কতটি?
-২১ টি।
১১.হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? বাক্যে ব্যবহৃত হের কোন ধাতু?
-অজ্ঞাতমূল।
১২.কবি কবি ভাব, কিন্তু ছন্দের অভাব’ এ বাক্যে কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
-উপহাস অর্থে।
১৩.Quotation এর পারিভাষিক শব্দ কোনটি?
-মূল্যজ্ঞাপন।
১৪.সাপ শব্দের সমার্থক শব্দ কোনটি?
-অহি।
১৫.গোবর গণেশ বাগধারাটির অর্থ কী?
-মূর্খ।
১৬.সূর্য উঠলে আধার দূরীভূত হয় -উঠলে কোন ক্রিয়াপদ?
-অসমাপিকা।
১৭.ষোল সংক্যার ক্রমবাচক রূপ কোনটি?
-ষোড়শ।
১৮.সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর করে, কবিতাংশটি কার লেখা?
-জীবনানন্দ দাশ।
১৯.হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শব্দটি বসবে?
-যুথ।
২০.বনফুল কার ছদ্মনাম?
-বলাইচাঁদ মুখোপাধ্যায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    541 Views
    by sajib
    0 Replies 
    353 Views
    by kajol
    0 Replies 
    770 Views
    by rafique
    0 Replies 
    234 Views
    by tasnima
    0 Replies 
    313 Views
    by tamim

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]