Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5752
১.বদর প্রান্তর মদিনা থেকে কত মাইল দক্ষিণ-পশ্চিমে?
-প্রায় ৮০ মাইল।
২.হিন্দা কে ছিল?
-আবু সুফিয়ানের স্ত্রী।
৩.উহুদের যুদ্ধের সময় মুনাফিক সরদার কতজন সৈন্য নিয়ে মুসলমানদের পক্ষ থেকে সরে গিয়েছিল?
-তিনশ জন।
৪.উহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকাধারী কে ছিলেন?
-হযরত মুসআব (রা)।
৫.উহুদ যুদ্ধে সৈন্যের সংখ্যা কত ছিল?
-মুসলমান ৭০০ এবং কুরাইশ ৩,০০০।
৬.উহুদ যুদ্ধে কতজনের শাহাদাত ও মৃত্যু ঘটে?
-শাহাদাত-৭০ এবং মৃত্যু ২৩ জন।
৭.হযরত হামযা (রা) কোন যুদ্ধে শহীদ হন?
-উহুদের যুদ্ধে।
৮.হযরত মুহাম্মদ (সা) এর সাথে সম্পাদিত চুক্তি সর্বপ্রথম কোন ইহুদি গোত্র ভঙ্গ করেছিল?
-বনু কাইনুকা।
৯.খন্দকের যুদ্ধকে আহযাবের যুদ্ধ বলা হয় কেন?
-শত্রুদের এক বিরাট সম্মিলিত বাহিনী মুসলমানদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল বলে।
১০.খন্দকের যুদ্ধে মহানবী (স) কার পরামর্শক্রমে পরিখা খনন করেছিল?
-হযরত সালমান ফারসি (রা) এর পরামর্শ ক্রমে।
১১.হুদায়বিয়ার সন্ধির সময় হযরত মুহাম্মদ (স) এর সাথে কতজন সাথী ছিল?
-চৌদ্দশ।
১২.কোন পর্বত শীর্ষে দাড়িয়ে মহানবী (স) বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন?
-আরাফাত পর্বতের শীর্ষে দাঁড়িয়ে।
১৩.মহানবী (স) কাকে ইয়ামেনের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন?
-মুআয ইবনে জাবালকে।
১৪.ঘোর শত্রুরাও মহানবী (স) এর নিকট ধন রত্ন গচ্ছিত রাখত কেন?
-তার সত্য নিষ্ঠা এবং বিশ্বস্ততার দরুন।
১৫.মহানবী (স) এর মৃত্যুর পূর্বে তার কী কোনো প্রতিনিধি নিয়োগ করেছিলেন?
-না।
১৬.মহানবী (স) এর শিক্ষক কে ছিলেন?
-স্বয়ং আল্লাহ নিজেই।
১৭.দোলনা থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞানার্জন করো। কে বলেছেন?
-মহানবী হযরত মুহাম্মদ (স)।
১৮.মহানবী সর্বপ্রথম কোথায় কী নামে শিক্ষা প্রতিষ্ঠান করেছিল?
-সাফা পর্বতের নিকটেই দারুল আরকাম নামে মহানবী (স) সর্বপ্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।
১৯.বনি উমাইয়া নামে খ্যাত কারা?
-আবদুস শামসের পুত্র উমাইয়া বংশধরগণ বণি উমাইয়া নামে খ্যাত।
২০.মোগল সম্রাজ্যর প্রতিষ্ঠাতা কে?
-জহির উদ্দীন মোহাম্মদ বাবর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    48 Views
    by bdchakriDesk
    0 Replies 
    317 Views
    by shahan
    0 Replies 
    301 Views
    by rafique
    0 Replies 
    299 Views
    by raihan
    0 Replies 
    562 Views
    by bdchakriDesk

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]