Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5732
১.পিউপিলের অবস্থান কোথায়?
-আইরিসের মধ্যবর্তী স্থানে।
২.ডেঙ্গু কোন ভাইরাসজনিত রোগ কোনটি?
-ফ্ল্যাভি ভাইরাস।
৩.রিডিউসিং সুগার হলো কী?
-গ্লকোজ
৪.এনজাইমের ভান্ডার কোনটি?
-লাইসোজোম
৫.উদ্ভিদ কোষে মিয়োসিস বিভাজনের সময় ডিএনএ অনুলীপন ঘটে –
-ডায়াকাইনেসিসে
৬.সালফারযুক্ত অ্যামিনো এসিড কোনটি?
-মিথিওনিন।
৭.কোনটির পরিবহন টিস্যু আছে?
-ফার্ন।
৮.ফার্নের শুক্রাণু হলো –
-বহু ফ্লাজেলাযুক্ত।
৯.খাদ্য জমা করে রাখা কোন টিস্যুর কাজ?
-ফাইবার।
১০.উদ্ভিদের সবচেয়ে বেশি প্রস্বেদন ঘটে কীসের মাধ্যমে?
-পত্ররন্ধে
১১.সালোকসংশ্লেষণ ঘটে না কোথায়?
-শাখা-প্রশাখায়।
১২.শতকরা কতভাগ উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়?
-৭৫
১৩.হিমাগারের তাপমাত্র কত হলে আলুর লেট ব্লাইট রোগ প্রতিকার সম্ভব?
-৫ ডিগ্রী সে.
১৪.ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠদেশের খোলকের নাম কী?
-টার্গাম
১৫.মানবদেহে ইউরিয়া তৈরি হয় কোথায়?
-যকৃত
১৬.হরমোনের ক্ষরণকারী গ্রন্থি কোনটি?
-আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স।
১৭.অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি?
-ইওসিনোফিল।
১৮.কোনটি মেসোডার্ম থেকে তৈরি হয়?
-কঙ্কালতন্ত্র
১৯.মালপিজিয়াম বডি কোন অঙ্গে পাওয়া যায়?
-বৃক্ক
২০.পেসমেকার বলা হয় কাকে?
-সাইনো-অ্যাট্রিয়াল নোড
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]