Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5664
১.সনদ থেকে কোনো রাবি বাদ পড়ে যাওয়াকে কী বলে?
-ইনকিতাউস সনদ।
২.যে হাদিসের সনদের শুরু থেকে কোনো রাবি বাদ পড়ে তাকে কী বলে?
-হাদিসে মুয়াল্লাক।
৩.শানে নুযুল কী?
-কুরআনের আয়াত ও সূরা বিভিন্ন প্রয়োজন, ঘটনা ও কারণ উপলক্ষ্যে বা অবস্থাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। উক্ত ঘটনা বা উপলক্ষকে আল কুরআনের পরিভাষায় শানে নুযূল বলা হয়।
৪.কোন সাহাবির আকৃতিতে জিব্রাইল (আ) ওহি নিয়ে আসতেন?
-দাহিয়াতুল কালবী (রা) এর আকৃতিতে।
৫.আসমানি কিতাবের সংখ্যা কত?
-১০৪ খানা।
৬.হযরত ঈসা (আ) কে কালেমাতুল্লাহ বলার কারণ কী?
-তিনি শুধু আল্লাহর নির্দেশে চিরাচরিত প্রথার বিপরীত অর্থাৎ পিতার মাধ্যম ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন।
৭.হাওয়ারি কাদের উপাধি ছিল?
-হযরত ঈসা (আ) এর খাঁটি ভক্তদের উপাধি ছিল হাওয়ারি।
৮.মহানবী (সা) নাজরানে খ্রিষ্টানদের নিকট যে চিঠি পাঠিয়েছিলেন তাতে কতটি বিষয় ছিল?
-ফরমানে তিনটি বিষয় ছিল। যথা:
ক.ইসলাম কবুল কর
খ.জিযিয়া কর দাও এবং
গ.অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হও।
৯.অঙ্গীকার ভঙ্গকারী সম্পর্কে কী বলা হয়েছে?
-পাঁচটি সতর্ক বাণী করা হয়েছে। যথা:
১.জান্নাতের নেয়ামতে তার কোনো অংশ নেই
২.আল্লাহ তায়ালা তার সাথে অনুকম্পাসূচক কথা বলবেন না
৩.তার কৃত পাপ মার্জনা করা হবে না
৪.তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হবে
৫.কেয়ামতের দিন আল্লাহ তাকে রহমতের দৃষ্টিতে দেখবেন না
১০.কোন ব্যক্তি হযরত মুহাম্মদ (সা) কে শেষ নবী হিসেবে শনাক্ত করেন?
-বুহাইরা নামক জনৈক খ্রিষ্টান পাদ্রি।
১১.হিলফ উল ফুযুল গঠনের উদ্দেশ্য কী ছিল?
-হিলফ উল ফুযুল বা সেবাসংঘ গঠনের উদ্দেশ্য ছিল –
-ক.অসহায় ও দুস্থদের সেবা করা
খ.অত্যাচারীদের অত্যাচার থেকে বিরত রাখা
গ.অত্যাচারিতকে সাহায্য করা
ঘ.অসুস্থ, পীড়িত ও অসহায়দের সেবা করা
ঙ.শান্তি-শৃঙ্খলা বজায় রাখা
চ.বিভিন্ন গোত্রের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    48 Views
    by bdchakriDesk
    0 Replies 
    344 Views
    by shahan
    0 Replies 
    311 Views
    by rafique
    0 Replies 
    321 Views
    by raihan
    0 Replies 
    604 Views
    by bdchakriDesk

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]