Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#5639
৪১.(X+Y,0)= (1, X-Y) হলে, X এর মান নির্নয় কর।
-1/2
৪২.দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
-১০০
৪৩.১ দিস্তা সমান কত তা কাগজ?
-২৪ তা
৪৪.শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৭ বছরে ৬০০ টাকার সুদ কত?
-২১০ টাকা
৪৫.এক ব্যক্তি প্রতি কেজি ২০ টাকা দরে, চাল বিক্রয় করায় ২৫% লাভ হয়। সে প্রতি কেজি চাল কি দরে ক্রয় করেছিল?
-১৬ টাকা
৪৬.পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ বছর হলে, পিতার বয়স কত?
-৪৪ বছর।
৪৭.১০২৪ এর বর্গমূল কোনটি?
-৩২
৪৮.১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কিমি। ঐ ট্রেনটি ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
-১৮০ মিটার।
৪৯.নিচের কোনটি মৌলিক সংখ্যা?
-২০০ মিটার।
৫০.দুটি ভগ্নাংশের যোগফল ৭০। বড় ভগ্নাংশটি ৩৮ ৭/১৯ হলে, ছোট ভগ্নাংশটি কত?
-৩১ ১২/১৯
৫১.পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?
-৯৯৯৯
৫২.মেয়ের বয়স যখন ১৫ বছর তখন তার মায়ের বয়স ৪৬ বছর। মেয়ের বয়স যখন ৯ বছর ছিল তখন তার মায়ের বয়স কত ছিল?
-৪০ বছর ।
৫৩.একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে যতজন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করল তাদের ১/২৪ অংশ এ+, ৭/১২ অংশ এ, এবং ১৭/৪৮ অংশ এ – পেয়ে পাস করল। অবশিষ্ট পরীক্ষার্থী ফেল করল। মোট পরীক্ষার্থীর কত অংশ ফেল করল?
-১/৪৮ অংশ
৫৪.পিতা ও পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ১ ১/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
-৩৬ বছর
৫৫.৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
-৯৬
৫৬.ঢাকা থেকে যাত্রা শুরু করে জামান প্রতি ঘন্টায় ২০ কিলোমিটার গতিবেগে চলে তার বাড়িতে পৌছাল। আবার প্রতি ঘন্টায় ৩০ কিলোমিটার গতিবেগ চলে বাড়ি থেকে ঢাকায় ফিরে এলো। এতে তার মোট ১০ ঘন্টা সময় লাগল। ঢাকা থেকে তার বাড়ির দূরত্ব কত?
-১২০ কিমি।
৫৭.১ বছর ২ মাস ৩ দিনকে মিনিটে পরিণত করলে পাওয়া যায় –
-৬,০৯,১২০ মিনিট
৫৮.৮, ১০, ৭, ১১ সংখ্যাগুলোর গড় কোনটি?
-৯২ টাকা
৫৯.একটি গনিতের বই কিনতে ১৫% কমিশন দেয়। বইটির প্রকৃত দাম ১২০ টাকা। বইটি কিনতে কত টাকা লাগবে?
-১০২ টাকা
৬০.একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য ৫২৫.০০ টাক। যদি শার্টের মূল্য ৫% এবং প্যান্টের মূল্য ১০% বৃদ্ধি পায়, তাহলে এগুলো কিনতে ৫৬৮.৭৫ টাকা লাগে। শার্ট ও প্যান্ট প্রত্যেকটির মূল্য কত?
-শার্ট ১৭৫ টাকা, প্যান্ট ৩৫০ টাকা
৬১.কোন বায়ুতে কার্বন ডাই-অক্সাইড ও মিথেন গ্যাস বেশি থাকে?
-জলাভূমির বায়ুতে।
৬২.কোনটি ধাতু?
-পারদ
৬৩.বৈদ্যুতিক তার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়?
-তামা
৬৪.অক্সি-হাইড্রোজেন শিখা কোন কাজে ব্যবহৃত হয়?
-ধাতু গলানো ও ঝালাইয়ের কাজে
৬৫.নিচের কোন সারির শাকসবজিতে লৌহ আছে?
-গাজর, বেগুন, কচুশাক
৬৬.আলীবর্দী খানের পূর্ব নাম কী?
-মির্জা মুহম্মদ আলী।
৬৭.নাটোরের উত্তরা গণভবনের সাথে কার নাম জড়িত?
-রাজা দয়ারাম রায়।
৬৮.বাঁশের কেল্লার সাথে কার নাম জড়িত?
-তিতুমীরের।
৬৯.প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন কে?
-নারী বিপ্লবী
৭০.বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন –
-এ কে ফজলুল হক
৭১.কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত?
-চন্দ্রঘোণা।
৭২.সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তিত হয়?
-দ্বাদশ।
৭৩.বঙ্গবন্ধুর রচিত তৃতীয় গ্রন্থ কোনটি?
-আমার দেখা নয়াচীন।
৭৪.বাংলাদেশের পুলিশ একাডেমী কোথায় অবস্থিত?
-সারদা, রাজশাহী।
৭৫.বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়?
-১৯৯২ সালে।
৭৬.মিয়ানমারের রাজধানীর নাম কী?
-নাইপিদো
৭৭.কে লৌহ মানবী বলে পরিচিত?
-মার্গারেট থ্যাচার।
৭৮.আন্তর্জাতিক ধান গবেষনা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?
-ফিলিপাইন
৭৯.ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ভিয়েনায়।
৮০.কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেয়া হয়েছিল?
-সেন্ট হেলেনা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5677 Views
    by bdchakriDesk
    0 Replies 
    379 Views
    by shohag
    0 Replies 
    217 Views
    by bdchakriDesk
    0 Replies 
    17 Views
    by khushbu
    0 Replies 
    574 Views
    by tamim

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]