Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5636
১.ইতিহাসের প্রধান উপজীব্য কোনটি?
-মানবসমাজের অগ্রযাত্রার ধারা।
২.মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান কীসে?
-বর্ণমালা তৈরিতে।
৩.প্রাচীন গ্রীক নগর রাষ্ট্র কোনটি?
-এথেন্স, স্পার্টা ও আলেকজান্দ্রিয়া।
৪.কুখ্যাত ইনসেন কারাগার কোথায় অবস্থিত?
-মিয়ানমার।
৫.সিরীয় শিশু আইলান কুর্দি মৃত্যুবরণ করে কোথায়?
-ভূমধ্যসাগরে।
৪.দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন বলা হয় কোন দেশকে?
-ভুটানকে।
৫.রাশিয়া ও জাপানের ভৌগোলিক বিরোধের কেন্দ্র কোনটি?
-কুড়িল দ্বীপপুঞ্জ এর ৪টি দ্বীপ।
৬.লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কর্তৃক সতীদাহ প্রথা রহিত করা হয় কত সালে?
-১৮২৯ সালে।
৭.শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী কে?
-বার্থা ভন সুটনার।
৮.পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেনী কোনটি?
-আন্দিজ পর্বতমালা ।
৯.বাজার অর্থনীতি ধারণার প্রবর্তক কে?
-অ্যাডাম স্মিথ।
১০.জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের ১৯৫ তম দেশ কোনটি?
-ফিলিস্তিন।
১১.মোট কতটি ভাষায় উইকিপিডিয়া প্রচলিত আছে?
-৩০২টি।
১২.পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের আসন সংখ্যা কত?
-৩৪২ টি।
১৩.বিশ্বের সর্ববৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ কোনটি?
-ব্রাজিল।
১৪.পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ কোনটি?
-হাওয়াই দ্বীপপুঞ্জ।
১৫.ভারত ছাড় আন্দোলন শুরু করেন কে?
-মহাত্মা গান্ধী।
১৬.সিয়ার্স টাওয়ারের স্থপতি কে?
-এফ. আর. খান।
১৭.জৈন ধর্মের প্রচলন শুরু হয় কোন যুগে?
-বৈদিক যুগে।
১৮.বর্তমানে তুরস্কে কোন পদ্ধতির শাসন ব্যবস্থা বিদ্যমান?
-প্রেসিডেন্ট শাসিত।
১৯.কোন দেশের ক্রিকেটাররা কিউই নামে পরিচিত?
-নিউজিল্যান্ড।
২০.বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত কোন দেশ?
-ম্যানচেস্টার।
২১.আন্তর্জাতিক রেডক্রস দিবস পালিত হয় কবে?
-৮ মে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    200 Views
    by shahan
    0 Replies 
    772 Views
    by masum
    0 Replies 
    3506 Views
    by apple
    0 Replies 
    205 Views
    by raihan
    0 Replies 
    178 Views
    by masum

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]