Page 1 of 1

BCS ও ভাইভার জন্য মানসিক দক্ষতা থেকে MCQ: পার্ট-০৪

Posted: Sat Jan 16, 2021 11:47 am
by aia999450
১.She has someone to testify on her____.
-behalf
২.Correct spelling.
-Collaborate
৩.‘Extempore’
-Impromtu
৪.কোন বর্ণগুচ্ছ আয়নায় একই দেখাবে?
-MOOM
৫.বর্তমানে যান্ত্রিক সভ্যতার যুগে --- শিক্ষার উন্নয়ন ছাড়া উন্নতি সম্ভব নয়।
-কারিগরি।
৬.২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। এ বছরের ৩১ ডিসেম্বর কী বার হবে?
-বৃহস্পতিবার
৭.প্রতি এক ঘন্টার ঘড়ির মিনিট এবং ঘন্টার কাটা কত বার পরস্পর লম্বভাবে অবস্থান করে?
-২ বার।
৮.একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুন কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো?
-৩ জন
৯.কোন বানানটি শুদ্ধ?
-প্রতিযোগিতা
১০.কোন বানানটি শুদ্ধ?
-মুমূর্ষু।
১১.কোন বানানটি শুদ্ধ?
-স্বায়ত্তশাসন।
১২.শুন্যস্থানের বর্ণটি কী হবে?
ঙ, ঞ, ণ, - , ম
-ন
১৩.শিখন্ডী শব্দের অর্থ কী?
-ময়ূর
১৪.তানিয়া প্রথমে ১২ কিমি উত্তরে যায়। পরে ১২ কিমি পশ্চিমে যায়। সেখান থেকে ৬ কিমি দক্ষিণে যায়। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?
-১৩.৪২ কিমি।
১৫.সত্যি কথা বললে অনেকেরই --- লাগে।
-আঁতে ঘা
১৬.নিচের যন্ত্রগুলোর মধ্যে কোনটি ভিন্ন ধরনের?
-ইস্ত্রি
১৭.পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয়?
-কেন্দ্রে
১৮.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসর্মূহের যোগফল কত?
-৫০৫০
১৯.একসারি ছেলের মধ্য একদিক থেকে মোহনের অবস্থান নবম, আরেক দিক থেকে চতুর্দশ। ঐ সারিতে ছেলের সংখ্যা কত?
-২২
২০.একটি লন-রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে?
-ঠেলে নেয়া ব্যক্তির।

Re: BCS ও ভাইভার জন্য মানসিক দক্ষতা থেকে MCQ: পার্ট-০৪

Posted: Sun Jan 17, 2021 4:16 pm
by adeel
ধন্যবাদ :D