Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5528
১.বর্তমানে বাংলাদেশে আবহাওয়া স্টেশন রয়েছে কতটি?
-৩৫টি।
২.বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশনীতি ঘোষিত হয় কত সালে?
-১৯৯২ সালে।
৩.সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত কোথায়?
-নয়াদিল্লি।
৪.দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল?
-দীর্ঘস্থায়ী দূর্যোগ প্রশমন।
৫.প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে?
-২২ এপ্রিল ২০১৬ সালে।
৬.প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
-কমিউনিটি পর্যায়ে।
৭.৯ নভেম্বর ২০১৯ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘুণিঝড়ের নাম কী?
-বুলবুল।
৮.স্বল্প স্থানের মধ্যে সীমাবদ্ধ দৈর্ঘ্য ও প্রস্থে ক্ষুদ্র প্রবল ঘূর্ণিবাতাসকে কী বলে?
-টর্নেডো।
৯.বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা কী হয়?
-বাড়ে।
১০.বাংলাদেশে মোট ভূ উপকেন্দ্র রয়েছে কতটি?
-৪টি।
১১.কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়?
-নিরক্ষীয় অঞ্চলে।
১২.গর্জনশীল চল্লিশার অবস্থান-
-৪০ -৪৭ ডিগ্রী অক্ষাংশ।
১৩.বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি?
-লালপুর, নাটোর।
১৪.পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি?
-হেগ
১৫.আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে –
-বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%।
১৬.ভূ-প্রাকৃতিক গঠন অনুসারে এশিয়া মহাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
-২০ ভাগ
১৭.গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ভাগ বৃদ্ধি পেয়েছে?
-২৫%
১৮.বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
-ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
১৯.জোয়ার ভাটা হয়ে থাকে কীসের অভাবে?
-আহ্নিক গতি।
২০.বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
-৭১১ কিলোমিটার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    638 Views
    by bdchakriDesk
    0 Replies 
    489 Views
    by tamim
    0 Replies 
    389 Views
    by raja
    0 Replies 
    418 Views
    by mousumi
    0 Replies 
    850 Views
    by kajol

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]