Page 1 of 1

বিশ্বের জনসংখ্যা বিষয়ক প্রয়োজনীয় তথ্যাবলী: পার্ট-০৫

Posted: Tue Jan 12, 2021 10:03 am
by alaminsweet193
বিশ্বের জনসংখ্যা: কবে, কত বিলিয়ন
বিলিয়ন- কোটি – সাল – যত বছর পর
১ – ১০০ – ১৮০৪ –
২ – ২০০ – ১৯২৭ – ১২৩ বছর
৩ – ৩০০ – ১৯৬০ – ৩৩ বছর
৪ – ৪০০ – ১৯৭৪ – ১৪ বছর
৫ – ৫০০ – ১১ জুলাই ১৯৮৭ – ১৩ বছর
৬ – ৬০০ – ১২ অক্টোবর ১৯৯৯ – ১২ বছর
৭ – ৭০০ – ৩১ অক্টোবর ২০১১ – ১২ বছর

বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৯
১.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৯ প্রকাশ করা হয় কবে?
-১৭ এপ্রিল ২০১৯।
২.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ – এ বিশ্বের জনসংখ্যা কত?
-৭৭১.৫০ কোটি।
৩.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৯ এ বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
-১৬ কোটি ৮১ লাখ।
৪.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৯ এ জনসংখ্যায় বাংলাদেশের বিশ্বের কততম?
-অষ্টম।
৫.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৯ এ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
-চীন।
৬.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ এ বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
-ইন্দোনেশিয়া।
৭.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৯ এ জিরো পপুলেশন বৃদ্ধির দেশ কোনটি?
-বেলারুশ ও আলবেনিয়া।

মানব উন্নয়ন রিপোর্ট ২০১৯
১.মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
-UNDP
২.২০১৯ সালে মানব উন্নয়ন রিপোর্টে শীর্ষ দেশ কোনটি?
-নরওয়ে।
৩.২০১৯ সালে মানব উন্নয়ন রিপোর্টে সর্বনিম্ন দেশ কোনটি?
-নাইজার।
৪.২০১৯ সালে মানব উন্নয়ন রিপোর্টে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
-কাতার।
৫.২০১৯ সালে মানব উন্নয়ন রিপোর্টে মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
-বুরুন্ডি।
৬.২০১৯ সালে মানব উন্নয়ন রিপোর্টে বাংলাদেশের অবস্থান কত?
-১৩৫ তম।