Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5454
১.প্রমিত বাংলা উচ্চারণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
-৭টি।
২.ডাক্তার খানা শব্দটি কোন দুটি ভাষার মিশ্রন?
-ইংরেজি+ফারসি।
৩.সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কী বলে?
-গুরুচন্ডালী দোষ।
৪.দেশি>দিশি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
-স্বরসঙ্গতি।
৫.হ্রেষা ও গুঞ্জন ও নিক্বণ শব্দগুলো কোন শ্রেণিভুক্ত?
-ধ্বন্যাত্মক শব্দ।
৬.সাধু ও চলিত রীতির পার্থক্য সূচিত হয় কী পদে?
-ক্রিয়া ও সমর্থন পদে।
৭.মিতালি কোন প্রকৃতির শব্দ?
-যৌগিক।
৮.বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার সংখ্যা কতটি?
-৩২টি।
৯.বাংলা ভাষায় স্বরবর্ণ মোট কতটি?
-১১টি।
১০.ব্যঞ্জনধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবে আগমন ঘটে কীসের?
-স্বরধ্বনির।
১১.বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ বা ধ্বনিকে কী বলে?
-মহাপ্রাণ ধ্বনি।
১২.তাজমহল শব্দ কোন দুটি ভাষার সমন্বয়ে গঠিত?
-আরবি+ফারসি।
১৩.শাকসবজি শব্দটি কোন দুটি ভাষার মিশ্রন?
-তৎসম+ফারসি।
১৪.জানালা শব্দটি কোন ভাষা থেকে আগত?
-পর্তুগিজ।
১৫.টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
-ধ্বণ্যাত্মক।
১৬.লোভ শব্দের বিশেষণ পদ কী?
-লুব্ধ।
১৭.তুমি আসবে বলে অপেক্ষ করছিলাম কোন ধরনের বাক্য?
-সরল বাক্য।
১৮.তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি যে ধরনের বাক্য?
-যৌগিক।
১৯.যে সকল পশু মাংস ভক্ষণ করে তারা অত্যন্ত বলবান কোন ধরনের বাক্য?
-মিশ্র বা জটিল।
২০.তিনি আরোগ্য হলেন বাক্যটির শুদ্ধরূপ কী?
-তিনি আরোগ্য লাভ করলেন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    492 Views
    by sajib
    0 Replies 
    319 Views
    by kajol
    0 Replies 
    761 Views
    by rafique
    0 Replies 
    219 Views
    by tasnima
    0 Replies 
    281 Views
    by tamim

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]