Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5453
১.ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
-১৪৬ তম।
২.পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে কবে?
-২২ জানুয়ারি ২০২১।
৩.২৪ অক্টোবর ২০২০ কোন দেশ ৫০ তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে?
-হন্ডরাস।
৪.প্যারিস জলাবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হয় কবে?
-৪ নভেম্বর ২০২০।
৫.প্রথম দেশ হিসেবে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় কোন দেশ?
-যুক্তরাষ্ট্র।
৬.২০২০ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেন কে?
-সৈয়দ মোয়াজ্জেম আলী।
৭.২০২০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কে?
-ড.এনামুল হক।
৮.২০২০ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
-হ্যারি ফার্স্টেনবার্গ ও গ্রিগরি মার্গুলিস
৯.২০২০ সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে?
-ম্যারিকি লুকাস রিজনেভেল্ড (নেদারল্যান্ডস)।
১০.চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
-হার্ভে জে অল্টার।
১১.সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
-লুইস এলিজাবেথ গ্লাক।
১২.শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা?
-বিশ্ব খাদ্য কর্মসূচি।
১৩.২০১৯ সালের আইসিসি এর বর্ষসেরা ক্রিকেটার কে?
-বেন স্টোকস।
১৪.ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি কার?
-লিটস দাস।
১৫.২০২০ সালের সপ্তম আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-অস্ট্রেলিয়া ।
১৬.বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক কে?
-তামিম ইকবাল।
১৭.২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কবে অনুষ্ঠিত হয়?
-২১ নভেম্বর-১৮ ডিসেম্বর।
১৮.কোথায় অনুষ্ঠিত হবে?
-কাতার।
১৯.কতটি দল অংশ নিবে?
-৩২টি।
২০.বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ কোনটি?
-আমার দেখা নয়াচীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    189 Views
    by shahan
    0 Replies 
    652 Views
    by masum
    0 Replies 
    3334 Views
    by apple
    0 Replies 
    203 Views
    by raihan
    0 Replies 
    169 Views
    by masum

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]