Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5427
১.ম্যালেরিয়া জীবাণু বহনকারী মশার নাম কী?
-এনোফিলিস।
২.ফুসফুসের আবরণকে কী বলা হয়?
-প্লরা।
৩.স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মকান্ডসমূহ –
-স্বাস্থ্য শিক্ষা
৪.মাইটোটিক ডিভিশন হয় কীসে?
-সোমাটিক সেল-এ।
৫.মানুষের দেহে হাড়ের সংখ্যা কত?
-২০৬টি।
৬.স্বাস্থ্যের রুগ্নতার সূচক কী?
-ইনসিডেন্স হার।
৭.মৃত্যুর সূচক কী?
-ক্রড ডেথ রেট।
৮.সংক্রামক ব্যধি কোনটি?
-উচ্চ রক্তচাপ।
৯.গর্ভাবস্থার লক্ষণ কোনটি?
-মাসিক বন্ধ থাকা।
১০.ন্মের পর থেকে সন্তানকে কেবল মাত্র বুকের দুধ পান করাতে হবে কত বছর?
-৬ মাস।
১১.পানিবাহিত রোগ কোনটি?
-টাইফয়েড।
১২.পূর্ণবয়স্কদের শরীরে অ্যামাইনো এসিডের সংখ্যা কতটি?
-২০টি।
১৩.ভিটামিন এ এর অভাবে কী হয়?
-রাতকানা।
১৪.হাড়ের কোষের নাম কী?
-অস্টিওব্লাস্ট।
১৫.জরায়ুর সংক্রামকজনিত গর্ভপাতের জটিলতা কোনটি?
-রক্তক্ষরণ।
১৬.গর্ভকালীন সাক্ষাতের সংখ্যা নূন্যতম কতটি?
-৩টি।
১৭.রক্তশূন্যতার জন্য কোন ভিটামিন দায়ি?
-বি-১২।
১৮.মানবদেহের মৌলিক ইউনিটের নাম কী?
-কোষ
১৯.জন্ডিসে আক্রান্ত হয় কোনটি?
-লিভার।
২০.ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়?
-রিকেটস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk
    0 Replies 
    442 Views
    by shohag
    0 Replies 
    1318 Views
    by rajib
    0 Replies 
    726 Views
    by tamim
    0 Replies 
    578 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]