Page 1 of 1

বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিড হওয়া গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: পার্ট-০১

Posted: Fri Jan 08, 2021 11:16 am
by afsarali673557
ফৌজদারি উচ্চ আদালত – দায়রা
ফেলে দেয়ার যোগ্য – ফেলনা
ফেনাসহ বর্তমান – সফেন
ফুলের মধু – মকরন্দ
ফুলের গন্ধে সুবাসিত – ফুলেল
ফুল দিয়ে সাজিয়ে রাখা হয় যে পাত্র – ফুলদানি।
ফুল তোলা মসলিন শাড়ি – জামদানি
বকের মতো কপোট ধার্মিক -বকধার্মিক
বছরে দুবার ফসল ফলে যে জমিতে – দোফসলী
বাইরে আদব-কায়দায় দক্ষ অথচ ফাকিবাজ -লেফাফাদুরস্ত
বালকত্ব কাটেনি যার – নাবালক
বর্তমান দিনের চালচলন – হালচাল
বয়স্ক লোকের ভাব – জ্যাঠামি।
ব্যবসার দ্রব্যাদি – বেসাতি
বয়সের তুল্য – বয়স্য
বয়সে সবার ছোট – কনিষ্ঠ
বস্ত্র কিংবা পত্রের শব্দ – মর্মর
বর্ষের শেষে আয়-ব্যয়ের প্রতিবেদন – সালতামামি
বক্রভাবে গমন করে যে – ভুজগ
বর্ণনা করা যায় না যা – অবর্ণনীয়
বর্ণ চুরি করে যে – বর্ণচোরা
বন্যার জলে যা ভাসে – বানভাসি
বর্তমান ও অতীতের হিসাব – হস্তবুদ
যদু বংশে জন্ম যার – যাদব
যথা বিহিত শ্রদ্ধা নিবেদন – অভিবাদন
যত দিন জীবন ততদিন – যাবজ্জীবন
যা অতিক্রম করা যায় না – অনতিক্রম্য
যা চলছে – চলমান
রঘু বংশে জন্ম যার – রাঘব
যা একটুও ভাঙ্গেনি – অটুট
রাজনৈতিক চুক্তি – সন্ধি
রাজপথে যে ডাকাতি করে – রাহাজানি
রাত্রি ও দিবসের সন্ধিক্ষন – প্রত্যুষ
রাতের শিশির – শবনম