Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5372
১.আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন?
-ডাচ বিজ্ঞানী উইলেব্রোড স্নেল।
২.উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র কোনটি?
-ট্যাকোমিটার।
৩.তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি কার?
-কালো বস্তুর।
৪.উদ্ভিদ মাটির কৈশিক পানি শোষণ করে কীসের মাধ্যমে?
-মূল কোষের মাধ্যমে।
৫.কোন গাছ থেকে কুইনাইন তৈরি হয়?
-সিনকোনা।
৬.জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কে?
-লুই পাস্তুর।
৭.ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে কোনটি?
-এডিস মশা।
৮.অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
-ইনসুলিন।
৯.তামাক বীজের অঙ্করোদগমনের জন্য প্রয়োজন কী?
-অন্ধকার।
১০.পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে কোনটি?
-পাথরকুচি।
১১.ইউরিয়া থেকে উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে তাকে কী বলে?
-নাইট্রোজেন।
১২.মানুষের লালা রসে কোন এনজাইম বিদ্যমান থাকে?
-টায়ালিন।
১৩.খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?
-আমিষ।
১৪.পানিকে কী বলা হয়?
-ফ্লেইড অব লাইফ।
১৫.মানুষেন স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
-১৮ ইঞ্চি।
১৬.রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
-শ্বেত কণিকা।
১৭.অভিকর্ষক ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায়?
-ভূ-পৃষ্ঠে।
১৮.উদ্ভিদের বৃদ্ধি নির্নায়ক যন্ত্রের নাম কী?
-ক্রেসকোগ্রাফ।
১৯.শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
-শূন্য।
২০.দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
-কার্বন মনোক্সাইড ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]