Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5363
১.আভুরা সড়ক কোথায় অবস্থিত?
-কিশোরগঞ্জ।
২.আভুরা সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?
-৪ এপ্রিল ২০১৬।
৩.আভুরা সড়কের দৈর্ঘ্য কত?
-২৯.৭৩ কিলোমিটার।
৪.দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপোর্ট নির্মিত হবে কোথায়?
-কাওলা, ঢাকা।
৫.৫ জানুয়ারি ২০২০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন রুটে ফ্লাইট চালু করে?
-যুক্তরাজ্যের লন্ডনের ম্যানচেস্টার।
৬.বর্তমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আন্তর্জাতিক গন্তব্য কতটি?
-১৭ টি।
৭.এয়ার ববিল চুক্তি কী?
-বিশেষ পরিস্থিতিতে দুটি দেশ যখন বিশেষ ব্যবস্থায় নিজেদের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করে তাকে এয়ার বাবল চুক্তি বলা হয়।
৮.এয়ার বাবল চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হয় কবে?
-২৮ অক্টোবর ২০২০।
৯.বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৩০ সেপ্টেম্বর ২০২০।
১০.বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অস্থায়ী অনুমতিপত্রের ভিত্তিতে কত সাল পর্যন্ত সরাসরি উড়োজাহাজ চলাচল করে?
-১৯৯৪-২০০৬ সাল।
১১.ধ্রুবতারা উড়োজাহাজটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয় কবে?
-২৪ নভেম্বর ২০২০।
১২.২০২১ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও কতটি উড়োজাহাজ যুক্ত হবে?
-৩টি।
১৩.উড়োজাহাজগুলোর নামকরণ করেন কে?
-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪.অত্যাধুনিক উড়োজাহাজ ড্যাশ ৮-৪০০ এর প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম কী?
-De Havilland Aircraft of Canada Ltd.
১৫.নতুন উড়োজাহাজটি সহ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা কতটি?
-১৯টি।
১৬.রাজবাড়ী এক্সপ্রেসের নতুন রুট কোনটি?
-ভাঙ্গা-রাজবাড়ী রুট।
১৭.রাজবাড়ী ফরিদপুর জেলার মধ্যে রাজবাড়ি এক্সপ্রেস চলাচল শুরু করে কবে?
-২০১৪ সালে।
১৮.পাবনা এক্সপ্রেসের বর্তমান নাম কী?
-ঢালারচর এক্সপ্রেস।
১৯.ঢালারচর এক্সপ্রেসের নতুন রুট কোনটি?
-রাজশাহী-ঢালারচর।
২০.পঞ্চগড় ও রাজশাহী জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্ত:নগর ট্রেনের নাম কী?
-বাংলাবান্ধা এক্সপ্রেস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1266 Views
    by sajib
    0 Replies 
    1479 Views
    by rajib
    0 Replies 
    890 Views
    by kajol
    0 Replies 
    572 Views
    by shihab
    0 Replies 
    924 Views
    by tamim

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]