Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5355
১.সুক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে কী ব্যবহৃত হয়?
-ব্যুরেট।
২.গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কী?
-অ্যাকুয়া অ্যামোনিয়া।
৩.টাইট্রেশনকালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোনটি?
-ব্যুরেট ও পিপেট।
৪.জুস সংরক্ষণে সাধারনত কোন প্রিজারজেটিভ ব্যবহৃত হয়?
-সোডিয়াম বেনজোয়েট।
৫.রাদারফের্ডের আলফা কণা পরীক্ষা থেকে কীসের অস্তিত্ব পাওয়া যায়?
-নিউক্লিয়াসে।
৬.ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যে কোন কত ডিগ্রী?
-১৮০ ডিগ্রী।
৭.পানির ফোটা গোলাকৃতি হয় কেন?
-পৃষ্ঠটানের কারণে।
৮.ইলেকট্রনের এন্টিপার্টিকেল হলো –
-পজিট্রন।
৯.হাইড্রাসিডের তীব্রতা নির্ভর করে কিসের ওপর?
-অ্যানায়নের আকারের ওপর।
১০.অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রোক্সাইড যৌগ গঠন করে –
-সালফার।
১১.অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার –
-গ্লাইকোজেন।
১২.কৃষ্ণচূড়া ফুলের পুষ্পপত্র বিন্যাস কোনটি?
-ইমব্রিকেট।
১৩.পাকা আঙ্গুরে গ্লকোজের পরিমাণ কত?
-শতকরা ১২-৩০ ভাগ।
১৪.ইনফ্লয়েঞ্জা ভাইরাসের আকৃতি কেমন?
-ডিম্বাকার ।
১৫.উদ্ভিদে ডিম্বকের নিষেক পরবর্তী দশা কোনটি?
-বীজ।
১৬.ডি-অক্সিরাইবোজের অক্সিজেন নেই কোথায়?
-২ নং কার্বনে।
১৭.কোষঝিল্লির শুল্ক ওজনের বেশিরভাগই কী?
-লিপিড।
১৮.ব্যাকটেরিয়া বাঁচতে পারে কত তাপমাত্রায়?
-১৭-৮০ ডিগ্রী সেন্টিগ্রেড।
১৯.পানিশূন্য অবস্থায় নিষ্ক্রিয় থাকে কোনটি?
-প্রোটোপ্লাজম।
২০.প্লাজমোডিয়াম সাইজন্ট পাওয়া যায় কোথায়?
-মানুষের লোহিত রক্তকণিকায়।
২১.আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে কী হয়?
-ভর বেড়ে যায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk
    0 Replies 
    460 Views
    by shohag
    0 Replies 
    1351 Views
    by rajib
    0 Replies 
    760 Views
    by tamim
    0 Replies 
    607 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]