Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#705
(১) এডিসন (Thomas Edison) ছিলেন লাইট বাল্বেরআবিস্কারক। তিনি অন্ধকার ভয় পেতেন।
(২) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
(৩) মশার দাঁত আছে।
(৪) দানব স্কুইডের (giant squid) চোখ সবচেয়ে বড়l
আপনি জানেন কিঃকুরআনে আল্লাহ্ (ﺍﻟﻠﻪ ) শব্দটি কতবার আছে?- ২৫৮৪ বার ।(সুবহানাল্লাহ)
জেনে নিনঃ
(১) ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
(২) বিড়াল ১০০ এর বেশি ভিন্ন রকম শব্দ করতে পারে, যেখানে কুকুর পারে প্রায় ১০ রকম শব্দ করতে।
(৩) ৯ বছর বয়সে আইনস্টাইন অনরগল/
সাবলীল ভাবে কথা বলতে পারতেন না, তখন তার বাবা মা তাকে প্রতিবন্ধীভেবেছিলেন।রসায়নের কিছু মজার তথ্যরসায়ন মানেই অনেক মজা ।
চলুন দেখি আজকের মজাগুলো কি !!!
১.আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসের পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখুন তো পরে কি না । কি অবাক হচ্চেন , পানির উচ্চতা আরও কমে গেল , তাই না ?
২.আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০পেন্সিল বানানো যাবে !!!
৩. সোনা অনেক দুর্লভ। দাম তো আকাশচুম্বী। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।
৪. অক্সিজেন গ্যাস এর কোন বর্ণ নাই, কিন্তু তরল ও কঠিন অক্সিজেন নীল বর্ণের।
৫. হাইড্রফ্লুরিক এসিড এতবেশি ক্ষয়কারী যে গ্লাসগলিয়ে (dissolve ) ফেলে, কিন্তু তারপরেও এটাকে দুর্বল এসিড বলা হয় ।
৬. পৃথিবীর সবচে দুর্লভ মৌল এস্তেতিন, সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে।
৭. বায়ুমণ্ডলের প্রায় ২০ % অক্সিজেন শুধুমাত্র আমাজন রেইন ফরেস্টের মাধ্যমেই উৎপন্ন হয় ।
৮. সাধারন তাপমাত্রায় ব্রোমিন ও পারদ এ দুটো মৌল ই তরল ।
৯. আমরা জানি পানির রাসায়নিক নাম (H2O ) এইচ টু ও, কিন্তু ইউপ্যাক (IUPAC) অনুযায়ী পানির রাসায়নিক নাম ডাইহাইড্রজেন মনোঅক্সাইড।
১০. মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেনকিন্তু পৃথিবীতে সবচে বেশি পাওয়া যায় অক্সিজেন (প্রায় ৪৯ % বায়ুমণ্ডল+ ভুমি+সাগর)
১১. বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তুআপনি কি জানেন বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত।কারন বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয় ।
জেনে নিনঃ
আমাদের মস্তিষ্ক এর কতো ক্ষমতা? চলুন তাহলে আজকেসেটা জেনে নিই। আমরা সবাই জানি মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক বেশি কিন্তু পরিমান কত তা আমরা অনেকেই জানি না। আমাদের মস্তিষ্কটা তিন পাউন্ডের একটি জিনিস যার ক্ষমতা শুনলে মানুষ বিশ্বাসই করতে চাইবে না ,ডক্টর ওয়াল্টারের মতে যদি মানুষের মস্তিষ্কের সমমানের একটি বৈদ্যুতিক ব্রেইন তৈরী করা যায় তাহলে তার খরচের টাকা গুনলে ১৫০০,০০০০০০০,০০
০০০০০ (১৬ টি শূন্য) টাকা পরবে সেই পরিমান টাকা দিয়ে বর্তমান সময়ে প্রায় অত্যাধুনিক দশ কোটি কম্পিউটার কেনা সম্ভব আর এই যান্ত্রিক মস্তিষ্কের আয়তন হবে আটারটি এক’শ তলা বিল্ডিং এর সমান আর এটা চালাতে এক হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ এর প্রয়োজন হবে তাহলে দেখুন তার কত ক্ষমতা।
এবার দেখুন তার ব্যবহার.আমরা আমাদের মস্তিষ্ককে ভালভাবে ব্যবহার করি না, বা বলতে গেলে করতে পারি না, বললে বিশ্বাস হবে কিনা জানি না মানুষে মস্তিষ্ক সেকেন্ডে ১০-১৫ টি শব্দ ধারণ করতে পারে বিজ্ঞানীরা বলে মানুষের মস্তিষ্কে ২২ লক্ষ সেল আছে সাধারণ মানুষ তার থেকে মাত্র ৩% সেল ব্যবহারকরে বাকী গুলো বেকার হয়ে পড়ে থাকে আর বিজ্ঞানী বুদ্ধিজীবি শ্রেণীর মানুষ ব্যবহার করে ১০ থেকে ১১% !!কান্নাকাটি করতে পেশি ব্যবহৃত হয় ৪৯টা...হাসতে লাগে ১২টা আর...থাবড়াইতে লাগে ৬টা ...সুতরাং কেউ আপনারে আঘাত দিলে......কান্ন
া কাটি না কইরা...ঘুরাইয়া থাবড়া মারেন...শক্তিবাচান ...
জেনে নিনঃ
১) সিগারেট ৪৮০০ প্রকার রাসায়নিক বস্তু বহন করে যার মধ্যে ৬৯ টি ক্যন্সার সৃষ্টি করে।
২) আপনার দিনে গড়ে ৪০ থেকে ১০০টি চুল ঝরে যায়।
৩) মস্তিস্ক অক্সিজেন ছাড়া ৪ থেকে ৬ মিনিট জীবিতথাকে। এরপর কোষগুলো মারা যেতে শুরু করে।
৪) ছেলেদের তুলনায় মেয়েদের ঘ্রাণ শক্তি বেশি।
৫) Icecream চাইনিজ খাবার।
৬) ভেনাস গ্রহ ঘড়ির কাটার দিকে ঘুড়ে বাকি সব গ্রহ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুড়ে।তোমার মাথায় কয়টা চুল আছে বলো তো? থাক, মাথা চুলকিয়ো না, কিছু চুল আবার পড়ে যেতে পারে।তোমার মাথায় চুল আছে এক থেকে দেড় লক্ষ!**আপনি কি জানেন ??**--হলুদ রংকিছুদিন আগে পর্যন্ত তৈল হলুদ রং কি দিয়ে তৈরি হতো জানেন ??? গরুর মুত্র বা চ্যেনা দিয়ে ।যারা ওয়েল পেইন্ট বা তৈল চিত্র আঁকেন তারা ভাবুন তো একটু । রোজ রোজ কাগজের ক্যানভাসে গরুর মুত্র দিয়ে কি সুন্দর ছবি আঁকতেন ।
জেনে নিনঃ
মিয়ামিতে (ফ্লোরিডা) যেকোনো পশুর ডাক নকল করা আইনত দণ্ডনীয়!!
ভিক্টোরিয়াতে(অস্ট্রেলিয়া) লাইট বাল্ব বদলানোর জন্য অবশ্যই একজন সার্টিফিকেটধারী মেকানিক লাগবে!! আপনি নিজে এই কাজ করতে পারবেন না,যদি না আপনার ইলেক্ট্রনিক্সের উপর সার্টিফিকেট না থাকে!!
সদ্য জন্ম নেয়া শিশু কাঁদলে চোখে পানি দেখা যায়না। এর কারণ জন্মের পর শিশুর ৬ থেকে ৭ সপ্তাহ বয়স হলেই কেবল চোখের পানি সৃষ্টি হয়।
শিশুর জন্মের সময় চোখের আকার যেমন ছিল বড় হবার পর চোখের আকার ঠিক তেমনি থাকে। কিন্তু নাক আর কানসবসময় বৃদ্ধি পায়।একদম মৃত্যুর আগ পর্যন্ত বাড়তে থাকে নাক আর কানের আকার ।রাতে না ঘুমালে তো তোমাদের ভালোই লাগে না! অনেকে আবার রাতে একদমই ঘুমাও না। আর দিনের বেলা স্কুলে গিয়ে ঢুলতে থাকো। কিন্তু মজার ব্যাপার কি জানো? বিজ্ঞানীরা আঁক কষে বের করেছেন, আমরা আমাদের জীবনের তিন ভাগের এক ভাগ সময়ই কাটাই ঘুমিয়ে!
মানুষ 90%স্বপ্ন ভুলে যায় ।
একটি জলপাই গাছ প্রায় 1500 বছর বেঁচে থাকতে পারে।
তেলাপোকা মাথা ছাড়া প্রায় 9 দিন বাঁচতে পারে।...
'Go' হল ইংরেজী ভাষার সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা ।
১৮১৭ সালে Baron von Drais প্রথম বাই সাইকেল তৈরি করেনযেটার কিনা চালানোর জন্য কোনও প্যাডেল ছিল না। মানুষ নিজে হেটে এটি চালাতও !
চা আবিষ্কার হয় চীনে, আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে। ফুটন্ত পানিতে ভুলে কিছু চা পাতা পড়ে গিয়ে এই পানীয় তৈরি হয়ে যায়। নিউ ইয়র্কে ১৯০৯ সালে টমাস স্যুলিভান প্রথম টি-ব্যাগের প্রচলন করেন।
কম্পিউটারে সাথে ব্যাবহারের জন্য প্রথম মাউস আবিষ্কার করেন Douglas Englebart নামের ভদ্রলোক,১৯৬৪ সালে সেটি বানানো হয়েছিলো কাঠ দিয়ে!
ব্রাজিলে এক প্রজাতির তেলাপোকা আছে যারা বিশেষ করে ছোট ঘুমন্ত বাচ্চাদের চোখের পাপড়ি খেয়ে ফেলে।
কুমিরের ছানা পুরুষ না মেয়ে হবে সেটা ডিম ফোটার তাপমাত্রা(incubation temperature) এর উপর নিভর্র করে। ডিম ফোটার তাপমাত্রা ৩১º-৩২º সেঃ হলে পুরুষ ছানা হবে এবং এর থেকে কম হলে মেয়ে ছানা জন্ম নিবে।
সাপের নাক এবং নাসিকা গহ্বর(nostrils and nasal cavities)থাকা সত্ত্বেও সাপ জিহ্¤বা দিয়ে গন্ধ নেয়।
আমরা সবাই জানিযে মৌমাছি মধু তৈরি করে। কিন্তু জানেন কি প্রায় ২০০০০ হাজার প্রজাতির মৌমাছির মাঝে মাত্র ৪ প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না।বড়োদের চেয়ে ছোটোদের শরীরে হাড় কিন্তু একটু বেশি-ই থাকে। বড়োদের শরীরে যে ২০৬টা হাড় থাকে, তা তোমরা সবাই জানো।কিন্তু ছোটোবেলায় আমাদের শরীরে হাড় ক’টা থাকে জানো? ৩০০টা।
পুর্ণ বয়স্ক একজন মানুষের দেহেঃ
> যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে একটা সাবান এবং ৭৬টি মোমবাতি তৈরি করা যাবে।
> যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে কমপক্ষে ৮০০ দিয়াশলাই তৈরি করা যাবে।> যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে ৯ হাজার পেন্সিলশীষ তৈরি করা যাবে।
> যে পরিমাণ আয়রন আছে তা দিয়ে বড় ধরনের চারটি পেরেক তৈরি করা যাবে।
> যে পরিমাণ বিদ্যুৎ আছে তা দিয়ে ২৫ পাওয়ারের একটি বাল্ব ৬ মিনিট জ্বলানো যাবে।পৃথিবীতে কতই না প্রাণী। এতো বড় থেকে শুরু করে চোখে দেখা যায় না এমন প্রাণীও রয়েছে।তবে আমাদের পৃথিবীতে ৯৫% প্রাণীই একটা মুরগীর ডিমের চেয়েও ছোট।
topic
(1) রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।
(2) দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকারপরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
(3) একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ভাগের এক ভাগ। অর্থাৎ ৬৫কেজি ওজন মানুষের রক্তেরপরিমাণ হল ৫ কেজি।
( 4) অনান্য কীটপতঙ্গের মতো প্রজাপতিদেরও বহু রকমের প্রজাতি আছে । বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে প্রায় এক লাখ রকমের প্রজাপতি আছে ।
(5) একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় ৭০০০০ বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম।
(6) গড়ে একজন মানুষ তার জীবিত কালের মোট ১২বছর টিভি দেখে কাটায়!
(7) প্রতিদিন পৃথিবীতে গড়ে ২০ টা ব্যাংক ডাকাতি হয়।। গড় লোটপাটের পরিমাণ ২৫০০ ইউ, এস ডলার!!
(8) আমাদের টেবিলে যে টেবিলক্লথ দেয়া হয় সেটা আসলে ব্যাবহার করা শুরু হয়েছিলো যাতে মেহমানরা খাবারের পর তাদের হাত এবং মুখ মুছতে পারেন!!
মানুষের হাঁটা নিয়ে মজার কিছু তথ্যঃ->
একজন মানুষ যদি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে হাঁটে তাহলে এক বছরে বছরে তার অতিক্রান্ত দূরত্ব দাঁড়াবে ৪০,০০০ কিলোমিটার।
🍍একজন মানুষ তার স্বাভাবিক আয়ষ্কালে যে পরিমান হাঁটে তাতে সমগ্র পৃথিবীকে সাড়ে তিনবার ঘুরে আসাসম্ভব।
🍍বামহাতিরা হাঁটার ব্যাপারেও তাদের বামপাকেই আগে চালান।>মানুষের শরীরের এক-চতুর্থাংশ অস্থি তার হাঁটার সময় ব্যবহৃত হয়ে থাকেআর ২০০ টি পেশীর চলনে সম্পন্ন হয় আপনার একেকটি হাঁটা।
🍍৭ থেকে ১২ বয়সীদের মধ্যে এক-চতুর্থাংশই তাদের জীবনে একবার না একবার ঘুমের মধ্যে হেঁটে থাকে।
🎅🎅ক্যানাডা একটি দেশের নাম সেটা কে না জানে। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করি বলো তো ক্যানাডা মানে কি? তাহলে তুমি নিশ্চয় আমাকে পাগল ভাববে তাইনা? মজার ব্যাপার কি জানো? ক্যানাডা একটি ভারতীয় শব্দ। এর মানে হলো বড় গ্রাম। তাহলে! কী দাঁড়াচ্ছে? ক্যানাডা একটি বড় গ্রাম, তাই তো!
😱 বুদ্ধিমান ব্যাক্তির বেশি তামা এবং দস্তা থাকে তাদের চুলে।
😱পৃথিবীর সবচেয়ে ছোট মা-বাবা হচ্ছে ৮ এবং ৯ বৎসর বয়সের। তারা চীনে থাকত।
😱মানুষের একটি চোখ জন্মের থেকে একই থাকে। আরেকটি শুধু বাড়ে। দুটো একসাথে বাড়ে না।
😱আপনি ঘুমিয়ে থেকে বেশি কেলরি ক্ষয় করেন বসে বসে টিভি দেখার চেয়ে।
😱না খেয়ে মরার চেয়ে না ঘুমিয়ে আপনি আগে আগে মরতে পারেন। আপনি ১০ দিন না ঘুমালে মারা যেতে পারেন।
😱পেঁয়াজ কাটার সময় আপনি গাম যদি কামরাতে থাকেন, তাহলে আপনার চোখ থেকে জল আসবে না।
😱মোনা লিসার ছবিতে কোনো আইব্রো নেই।
😱যখন চাঁদ আপনার ঠিক উপরে, তখন আপনার ওজন একটু কমহবে।
😱এলেক্সান্ডার গ্রাহাম বেল কখনই তার মা অথবা বউকে ফোন করেনি, কারন তারা দুইজন বিধির ছিলো।
😱 “I Am” ইংরেজীর সবচেয়ে ছোট বাক্য।
😱স্প্যানিসে Colgate মানে হচ্ছে “নিজের গলায় দড়ি দাও”😂
😱আপনার মস্তিস্কের ৮০ শতাংশই পানি।
😱মানব দেহের ৯০ শতাংশই অক্সিজেন, কারবন, হাইড্রোজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত।
😱যদি এন্টার্টিকার বরফগুলো গলে যায় তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৬০ থেকে ৬৫ মিটার বৃদ্ধি পাবে

সংগৃহিতঃ- Ahmed Orko

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]