Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5210
১.নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কী বলে?
-পারমাণবিক ভর সংখ্যা।
২.অক্সিজেন আবিষ্কার করেন কে?
-জিবি প্রিস্টলি।
৩.অক্সিজেন কত সালে আবিষ্কার হয়?
-১৭৭৪ সালে।
৪.স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
-২৫ সেমি।
৫.মানবদেহের রোধের পরিমাণ শুকনো অবস্থায় কত?
-৫০,০০০ ওহম।
৬.বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা কে?
-জর্জ ল্যামেটার।
৭.নিউক্লীয় ফিশন বিভাজন একটি-
-বিয়োজন প্রক্রিয়া।
৮.মসে মূলের পরিবর্তে কী থাকে?
-রাইজয়েড।
৯.তরুণাস্থি এক ধরনের কী?
-নমনীয় স্কেলেটাল কানেকটিভ টিস্যু।
১০.দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
-শ্বেত রক্তকণিকা।
১১.উচ্চ রক্তচাপের জন্য দায়ী কী?
-অ্যাড্রেনালিন গ্রন্থি।
১২.মস্তিষ্ক ও সুষুস্মা কান্ড দ্বার গঠিত কী?
-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
১৩.মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কোনটি?
-হাইপোথ্যালামাস।
১৪.আমিষ জাতীয় খাদ্য পরিপাক শুরু হয় কোথায়?
-পাকস্থলিতে।
১৫.শর্করা পরিপাকের ফলে কি উৎপন্ন হয়?
-গ্লকোজ ও ফ্রক্টোজ।
১৬.রাতকারা রোগ হয় কীসের অভাবে?
-ভিটামিন এ এর অভাবে।
১৭.হিগস বোসন কণা কবে আবিষ্কৃত হয়?
-২০১২ সালে।
১৮.ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কী?
-সেলিনিয়াম।
১৯.কোন উদ্ভিদ দলের মূল, কান্ড, ও পাতা নেই তবে ক্লোরোফিল আছে?
-শৈবাল।
২০.ফুসফুসে বায়ুর প্রবেশকে কী বলা হয়?
-প্রশ্বাস।
২১.কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
-পেশীকোষ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]