Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5203
১.পূর্ব পাকিস্তানে আনসার বাহিনী কবে গঠন করা হয়?
-১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি।
২.আনসার বাহিনীর প্রধান দায়িত্ব কতটি?
-তিনটি।
৩.বাংলাদেশে ব্যাটালিয়ন আনসার ও ভিডিপি কবে গঠন করা হয়?
-১৯৭৬ সালে।
৪.আনসার ও ভিডিপির আদর্শ কী?
-মানুষ মানুষের জন্য।
৫.আনসার ও ভিডিপি একাডেমি কোথায়?
-সফিপুর, গাজীপুর।
৬.আনসার একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৬ সালে।
৭.আনসার ও ভিডিপির সদর দপ্তর কোথায়?
-খিলগাঁও, ঢাকা।
৮.বর্তমানে বাংলাদেশে কার্যকরী বিস্ফোরক আইন কবে পাস হয়?
-১৮৮৪ সালে।
৯.রামাল্লা কোথায় অবস্থিত?
-ফিলিস্তিন ।
১০.রেড ফ্লাগ কী?
-বিপদের সংকেত দানকারী লাল পতাকা।
১১.লিউইস গান কী?
-গ্যাসচালিত এক প্রকারের স্বয়ংক্রিয় মেশিনগান।
১২.ক্যালিবার কী?
-কামান বা বন্দুকের অন্তর্ব্যাস।
১৩.১৯৭১ এর মুক্তিযুদ্ধে উপাধিপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা কত?
-৬৭৬ জন।
১৪.মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
-ঢাকার আগারগাঁওয়ে।
১৫.আনসার ও ভিডিপি দিবস কবে?
-১৬ ফেব্রুয়ারি ।
১৬.মহিলা আনসার কবে গঠিত হয়?
-১৯৭৬ সালে।
১৭.আনসার রুলস প্রথম কবে প্রণীত হয়?
-২০ আগস্ট ১৯৪৮ সালে।
১৮.কবে আনসার বাহিনী সুবর্ণ জয়ন্তী পালন করে?
-১২ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে।
১৯.সর্বশেষ কবে বাংলাদেশ জাতীয় সংসদে আনসার বাহিনীর আইন পাস হয়?
-১৯৯৫ সালে।
২০.মুক্তিযুদ্ধে কতজন কর্মকর্তা শহীদ হয়?
-৯ জন।
২১.আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
-গাজীপুর জেলা সদরে, ও ঢাকা জেলার নবাবগঞ্জের কলাকোপায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1644 Views
    by bdchakriDesk
    0 Replies 
    237 Views
    by raihan
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    212 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]