Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5167
১.যে ভুল রেওয়ামিলের মিলকরণে ব্যাঘাত ঘটায় না –
-নীতির ভুল ও বাদ পড়ার ভুল
২.পরিবর্তনশীল ব্যয় প্রতি একক উৎপাদনে –
-স্থির থাকে
৩.মোট লাভ নির্নয় করার জন্য নিট বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাবদ দেয়া হয় –
-মিলকরণ নীতি
৪.বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫.মার্জার শব্দের অর্থ কী?
-বিড়াল
৬.মাইকেল মধুসুদন দত্ত এর মেঘনাদবধ কাব্য এর সর্গ সংখ্যা কত?
-নয়
৭.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
-৭ মার্চ ১৯৭৩ সালে।
৮.বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
-১৯৭৩ সালে।
৯.বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ময়মনসিংহ।
১০.হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল?
-গেস্টাপো
১১.মধ্য এশিয়ায় অবস্থিত বৃহত্তম দেশ কোনটি?
-কাজাখস্তান
১২.ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে?
-মুহম্মদ বিন তুঘলক
১৩.মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
-ইরাক
১৪.রোহিঙ্গা নির্যাতনকারী দেশ মিয়ানমারের অবস্থান কোন অঞ্চলে?
-দক্ষিণ-পূর্ব-এশিয়া।
১৫.পশ্চিমা শক্তির বিরূদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে প্রথম তেল অস্ত্র ব্যবহার করে?
-১৯৭৩ সালে।
১৬.কিয়োটো চুক্তির মূল বিষয় কী?
-উষ্ণতা হ্রাস
১৭.ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
-মরক্কো।
১৮.আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত?
-ইস্তানবুল, তুরস্ক।
১৯.বিশ্ব পানি দিবস কবে?
-২২ মার্চ।
২০.যে দূষণ প্রক্রিয়ায় মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়?
-পানি দূষণ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    718 Views
    by sajib
    0 Replies 
    509 Views
    by kajol
    0 Replies 
    486 Views
    by tamim
    0 Replies 
    1115 Views
    by rajib
    0 Replies 
    340 Views
    by shohag

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]