Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#5114
১.বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকবি কে?
-মাইকেল মধুসূদন দত্ত।
২.রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে আখ্যা দিয়েছেন?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
৩.প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম গ্রন্থ কোনটি?
-আলালের ঘরের দুলাল।
৪.আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয়?
-১৮৫৭ সালে।
৫.কে প্রথম বাংলা সাহিত্যের দাড়ি কমা প্রভৃতি বিরাম চিহ্ন ব্যবহার করেন?
-ঈশ্বরচন্দ বিদ্যাসাগর।
৬.সকল বাংলা অক্ষরের প্রথম নকশা প্রস্তুতকারী কে?
-চার্লস উইলকিনস।
৭.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী?
-ঈশ্বরচন্দ্র শর্মা।
৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
-১৮০১ সালে।
৯.বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন?
-উইলিয়াম কেরী।
১০.কত সালে বাইবেল সম্পূর্ণ অনুদিত হয়?
-১৮০৯ সালে।
১১.বাংলা গদ্যের প্রথম নিদর্শন কোনটি?
-ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ।
১২.বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য কোনটি?
-শ্রীচৈতন্যভাগবত।
১৩.লালমতী সয়ফুলমুলক কার রচনা?
-মহাকবি আব্দুল হাকীমের।
১৪.বাংলা সাহিত্যে লোকসাহিত্য গবেষণার ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছেন কে?
-ড. আশরাফ সিদ্দিকী।
১৫.প্রত্যেক ভাষার কতটি মৌলিক অংশ থাকে?
-চারটি।
১৬.বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কতটি?
-চারটি।
১৭.ব্যাকরণ কত প্রকার?
-চার প্রকার।
১৮.রাজা রামমোহন রায়ের ব্যাকরণের নাম কী ছিল?
-গৌড়ীয় ব্যাকরণ।
১৯.লাইলী মজনু কাব্য কোন কবির কাব্যের ভাবানুবাদ?
-ফরাসি কবি জামীর লায়লী মজনু কাব্যের।
২০.ইউসুফ জুলেখার রচয়িতা কে?
-শাহ মুহম্মদ সগীর।
২১.বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক কে?
-কৃত্তিবাস।
২২.বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর রচয়িতা কে?
-চন্ডীদাস।
২৩.মঙ্গলকাব্য কত প্রকার?
-দুই প্রকার।
২৪.প্রথম রামায়ণ অনুবাদক মহিলা কবি কে?
-চন্দ্রবতী।
২৫.আলাওল কোন যুগের কবি?
-মধ্যযুগের।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by mousumi
    0 Replies 
    1848 Views
    by romen
    0 Replies 
    90 Views
    by raihan
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]