Page 1 of 1

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট: ০৮ পার্ট-০২

Posted: Sun Dec 27, 2020 8:39 am
by tarek
৪১.x-y=1 এবং xy=56 হলে, x+y এর মান কত?
-15
৪২.একটি গুণোত্তর ধারার ১ম ও ২য় পদ যথাক্রমে ১২৫ এবং ২৫ হলে, ধারাটির ষষ্ঠ পদ কী?
-১/২৫
৪৩.একটি স্কুলে ৪৫০ জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে ১৮% ছাত্রী। ঐ স্কুলে কতজন ছাত্রী আছে?
-৮১
৪৪.একটি লজেন্স ৫০ পয়সা হিসেবে খরিদ করে ৬০ পয়সা হিসেবে বিক্রয় করায় মোট ২.৫০ টাকা লাভ হলো। মোট কয়টি লজেন্স খরিদ করা হয়েছিল?
-২৫টি
৪৫.এক কুড়ি কৈ মাছের দাম ৫০ টাকা হলে, ১টি কৈ মাছের দাম কত?
-২.৫০ টাকা
৪৬.ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য=৫:৬ হলে এতে শতকরা কত লাভ হবে?
-২০%
৪৭.৫০ কেজি দুধের সাথে ৫ কেজি চিনি মেশানো হলো। চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের অনুপাত কত?
-১:১০
৪৮.৫ জন শ্রমিক ৪ দিনে ৮ হেক্টর জমির পাট কাটতে পারে। ৭০ হেক্টর জমির পাট কাটতে ২৫ জন শ্রমিকের কত দিন লাগবে?
-৭ দিন।
৪৯.ফয়সাল, জামাল, মনোয়ারা, ইসরাত ও কমল একটি ক্লাবে যথাক্রমে ৪.২৫ টাকা, ৫ টাকা, ৫.২৫ টাকা, ৪.৭৫ টাকা ও ৪.৫০ টাকা চাঁদা দিল। এরা গড়ে কত টাকা করে চাঁদা দিয়েছে?
-৪.৭৫ টাকা
৫০.১৫ কেজি চাল ২৫৫ টাকায় পাওয়া যায়। ৩৪০ টাকায় কত কেজি চাল পাওয়া যাবে?
-২০ কেজি
৫১.৮৭৬০ ঘন্টায় কত দিন?
-৩৬৫ দিন
৫২.২০ টি হাঁসের মূল্য ১৫টি মুরগীর মূল্যের সমান। ১টি হাঁসের মূল্য ৬০ টাকা হলে, ১টি মুরগীর মূল্য কত?
-৮০ টাকা
৫৩.৯০ কোন সংখ্যার ৭৫%?
-১২০
৫৪.একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পেছন থেকে তাড়া করলো। যদি ১ কিমি যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কতক্ষণ পর কুকুর শৃগারকে ধরতে পারবে?
-৭.৫ মিনিটে
৫৫.একটি পিপায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নলটি খুলে দিলে পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নলটি খুলে দিলে ৩০ মিনিটে পরিপূর্ণ পিপাটি খালি হয়। দুটি নল এক সাথে খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হয়?
-৬০ মিনিট
৫৬.১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল –
-৪৯৫০
৫৭.৯, ৩৬, ৮১, ১৪৪ এর পরবর্তী সংখ্যা কত?
-২২৫
৫৮.(০.০১) ² এর মান কোন ভগ্নাংশটির সমান?
-১/১০০০০
৫৯.সামান্তরিকের ক্ষেত্রফল নির্নয়ের সূত্র কোনটি?
-ভূমিXউচ্চতা
৬০.২৫ সের চাল যে দামে কেনা যায় ২০ সের চাল সে দামে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
-২৫%
৬১.অধাতু হলেও বিদ্যুৎ পরিবাহী কোনটি?
-গ্রাফাইট
৬২.অক্সিজেন শব্দের অর্থ কী?
-অম্ল বা এসিড উৎপন্নকারী
৬৩.শিম, পান, কুমড়া, বেত ইত্যাদি গাছের কান্ড –
-আরোহিণী
৬৪.আদর্শ মাটিতে পানির পরিমাণ কত?
-এক-চতুর্থাংশ
৬৫.মুসলিম লীগ কখন গঠিত হয়?
-১৯০৬ সালে
৬৬.আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
-স্যার সৈয়দ আহমদ খান
৬৭.বঙ্গভঙ্গ কখন থেকে কার্যকর হয়?
-১৯০৫ সালের ১৬ অক্টোবর
৬৮.ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাস করে কত সালে?
-১৯৪৭ সালের ১৮ জুলাই
৬৯.আগরতলা মামলার প্রধান আসামী কে ছিলেন?
-শেখ মুজিবুর রহমান
৭০.কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন?
-শহীদ শফিউর রহমানের বাবা
৭১.এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী আনা হয়?
-১৭টি।
৭২.শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
-বগুড়া
৭৩.জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে?
-হুমায়ুন রশীদ চৌধুরী
৭৪.অপরাজেয় বাংলা ভাস্কর্যটির স্থপতি কে?
-সৈয়দ আবদুল্লাহ খালেদ।
৭৫.বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
-রাজশাহী
৭৬.সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে?
-১৯৫৬ সালে।
৭৭.গোবি একটি –
-মরুভূমি
৭৮.হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত?
-লন্ডন
৭৯.ব্রাজিলের ভাষা কী?
-পর্তুগিজ
৮০.আঙ্কেল হো নামে খ্যাত –
-ভিয়েতনামের হো চি মিন