Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5066
১.আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে?
-জার্মানির স্নেল।
২.আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে?
-ব্রিটিশ রসায়নবিদ জন ডাল্টনকে।
৩.সমুদ্রে দ্রাঘিমাংশ নির্নয়ের যন্ত্রের নাম কী?
-ক্রনোমিটার।
৪.এমকেএস পদ্ধতিতে ভরের একক কী?
-কিলোগ্রাম।
৫.১ মিটার সমান কত ইঞ্চি?
-৩৯.৩৭।
৬.বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ –
-বেড়ে যায়।
৭.শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
– শূন্য।
৮.তাপ প্রয়োগে পদার্থের প্রসারণক্রম –
-বায়বীয়> তরল> কঠিন পদার্থ।
৯.ঠান্ডা ও গরম পানির মধ্যে তাড়াতাড়ি আগুন নেভাতে সাহায্য করে কী?
-গরম পানি।
১০.তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি কার?
-কালো বস্তুর।
১১.আলট্রাসনোগ্রাফি কী?
-ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজ।
১২.ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন কে?
-বিজ্ঞানী আ্ইনস্টাইন।
১৩.একটি পদার্থকে ঘর্ষণ ও অবেশ দ্বারা কি করা হয়?
-চার্জিত করা যায়।
১৪.নিউট্রন থাকে না কোনটিতে?
-হাইড্রোজের ১ এ।
১৫.ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকায় তা কী?
-উত্তম বিদ্যুৎ পরিবাহী।
১৬.আমিষের মৌলিক উপাদান কতটি?
-৪টি।
১৭.কোলেস্টেরল কী?
-এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল।
১৮.সরিষা, গম, ছোলা কী?
-একবর্ষজীবী।
১৯.অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত কোনটি?
-ফার্ন।
২০.অনুজীবের জনক বলা হয় কাকে?
-এন্টনি ভন লিউয়েন হুককে।
২১.র‌্যাবিস ভাইরাস এর কারণে কী সৃষ্টি হয়?
-জলাতঙ্ক রোগ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    237 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1358 Views
    by bdchakriDesk
    0 Replies 
    20 Views
    by bdchakriDesk
    0 Replies 
    631 Views
    by bdchakriDesk
    0 Replies 
    971 Views
    by bdchakriDesk

    সরকারী বিধিমোতাবেক হাজী আব্দুল আওয়াল কলেজ, কামরা[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিধি মোতাবেক উপজে[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ০১.পদের নাম[…]

    ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধি মোতাবেক শ[…]