Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5006
১.বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
-টমাস আলভা এডিসন।
২.সমুদ্রের গভীরতা নির্নয় করা হয় কীসের সাহায্যে?
-প্রতিধ্বিনির।
৩.আলোর ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন কে?
-বিজ্ঞানী আইনস্টাইন।
৪.ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকায় তা –
-উত্তম বিদ্যুৎ পরিবাহী।
৫.রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কাজ করে?
-প্রিজমের ন্যায়।
৬.টিউমার ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি?
-গামা রশ্মি।
৭.১ বর্গইঞ্চি= কত?
-প্রায় ৬.৪৫ বর্গ সেন্টিমিটার।
৮.প্রেসার কুকারে পানির স্ফটনাঙ্ক কত?
-স্বাভাবিকের চেয়ে বেশি
৯.জলজ শামুক, ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?
-কার্বনেট দিয়ে।
১০.কার্বনের দুটি রূপভেদ কী?
-হীরক ও গ্রাফাইট।
১১.জৈব যৌগ কী?
-কার্বন ও অন্যান্য মৌলের সমন্বয়ে গঠিত যৌগ।
১২.শব্দ সঞ্চালনের জন্য কী প্রয়োজন?
-মাধ্যম ।
১৩.চম্বুকের আনবিক তত্ত্ব প্রদান করেন কে?
-বিজ্ঞানী ওয়েবার।
১৪.সাবানকে শক্ত করে –
-সোডিয়াম সিলিকেট।
১৫.কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রনকে কী বলে?
-ওয়াটার গ্যাস।
১৬.জীব ও জড়ের সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি?
-ভাইরাস।
১৭.সাধারণত লিভার বা যকৃতের প্রদাহকে কী বলে?
-হেপাটাইটিস।
১৮.মাইট্রোকন্ড্রিয়ায় প্রোটিন থাকে কত?
-৭৩%।
১৯.দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাধে না কেন?
-হেপারিন থাকায়।
২০.বাংলাদেশের সর্বপ্রথম টেস্টটিউব শিশুর মা হন কে?
-ফিরোজা বেগম।
২১.হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
-যুগ্ম প্রোটিন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    167 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1237 Views
    by bdchakriDesk
    0 Replies 
    240 Views
    by bdchakriDesk
    0 Replies 
    539 Views
    by bdchakriDesk
    0 Replies 
    621 Views
    by masum

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]