Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4967
১.কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবশিুদ্ধ তা কিসের মাধ্যমে নির্নয় করা যায়?
-গলনাঙ্ক।
২.অ্যানোডে কোন ব্রিক্রিয়া সম্পন্ন হয়?
-জারণ
৩.নবায়নযোগ্য জ্বালানির উৎস কী?
-বায়োগ্যাস
৪.এসি থেকে ডিসি করার যন্ত্র –
-রেকটিফায়ার
৫.বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
-লাউড স্পিকার।
৬.বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?
-হাইগ্রোমিটার।
৭.কোথায় সাতার কাটা সহজ?
-সাগরে
৮.ডিমে কোন ভিটামিন নেই?
-ভিটামিন সি
৯.কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
-ক্রোমোপ্লাস্ট
১০.ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী?
-আইসোটোপ
১১.খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে –
-কার্বন ডাই-অক্সাইড
১৩.কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়?
-কার্বন ডাই অক্সাইড।
১৪.বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
-টেট্রাফ্লরো ইথেন
১৫.ক্যান্সার চিকিৎসায় কোন বিকিরণ ব্যবহার করা হয়?
-গামা রেস
১৬.ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
-ক্রোমাটিন বস্তু।
১৭.মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?
-পারকিনসন
১৮.নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বণাঞ্চলে দেখা দেয়?
-নিপা পাম
১৯.বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
-ট্রাপোমন্ডল।
২০.বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?
-এপিকালচার।
২১.স্টিফেন হকিন্স একজন –
-পদার্থবিদ
২২.কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
-সমুদ্রের ঢেউ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    207 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1307 Views
    by bdchakriDesk
    0 Replies 
    434 Views
    by bdchakriDesk
    0 Replies 
    766 Views
    by bdchakriDesk
    0 Replies 
    908 Views
    by masum

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]