Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4943
১.ভিক্ষার চাল কাঁড়া আরা আঁকাড়া -এই বাক্যে আঁকাড়া শব্দের আ কোন উপসর্গ?
-খাঁটি বাংলা।
২.হররোজ, হরকিসিম, হরহামেশা এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-প্রত্যেক অর্থে।
৩.হর কোন উপসর্গ?
-হিন্দি ও উর্দু
৪.উনা ভাতে দুলা বল, বাক্যের উনা উপসর্গের অর্থ দ্যোতকতা কী?
-কম
৫.সুকাজ শব্দটির সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
-উত্তম
৬.সুনিপুণ শব্দে সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
-আতিশয্য
৭.কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
-ইতিহাস
৮.অজমুর্খ শব্দের অজ কোন জাতের উপসর্গ?
-বাংলা
৯.নিঁখুত শব্দটির নি উপসর্গটি কোন প্রকার?
-খাঁটি বাংলা
১০.উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে?
-শব্দের আগে।
১১.নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়?
-সু বি নি
১২.পরি, প্রতি, প্র প্রভৃতি কোন প্রকার উপসর্গের উদাহরণ?
-তৎসম উপসর্গ
১৩.গর, দর, হর প্রভৃতি কোন ধরনের উপসর্গ?
-বিদেশী উপসর্গ
১৪.নিচের কোনটি বিদেশী উপসর্গের উদাহরণ?
-কারসাজি
১৫.অবজ্ঞা ও অবমাননা শব্দ দুটির অব উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
-হীনতা
১৬.অপমান ও অপবাদ শব্দ দুটির অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
-বিপরীত।
১৭.অকেজো, অচেনা প্রভৃতি শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-নিন্দিত
১৮.কু-অভ্যাস কু-কথা প্রভৃতি শব্দের কু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
-কুৎসিত
১৯.নিখুঁত, নিখোঁজ প্রভৃতি শব্দের নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?
-নাই
২০.পাতিহাঁস, পাতিশিয়াল প্রভৃতি শব্দের পাতি উপসর্গটি কোন অর্থ প্রকাশ করছে?
-ক্ষুদ্র
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1046 Views
    by rafique
    0 Replies 
    323 Views
    by raihan
    0 Replies 
    401 Views
    by bdchakriDesk
    0 Replies 
    744 Views
    by bdchakriDesk
    0 Replies 
    886 Views
    by masum

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]