Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4937
১.প্রতিপাদ স্থান কাকে বলে?
-ভূ-পৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলে।
২.সর্বোচ্চ অক্ষাংশ কত?
-৯০ ডিগ্রী।
৩.আমাদের সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিন্ড কী?
-সূর্য।
৪.লাভা কাকে বলে?
-আগ্নেয়গিরির মুখ থেকে যেসব ধূয়া, গ্যাস, গলিত শিলা, এবং বিবিধ তরল ও কঠিন পদার্থ নির্গত হয় তাকে লাভা বলে।
৫.বায়ুমন্ডল কাকে বলে?
-ভূপৃষ্ঠের চারপাশ বেষ্টর করে যে বায়ুর আবরণ আছে তাকেই বায়ুমন্ডল বলে।
৬.বায়ুমন্ডলের বয়স কত?
-প্রায় ৩৫ কোটি।
৭.নুড়ি ও জিপসাম কোন ধরনের শিলা?
-পাললিক শিলা।
৮.বায়ুমন্ডলের গভীরতা কত?
-প্রায় ১০,০০০ কিমি।
৯.বায়ুমন্ডলের কত ভাগ নাইট্রোজেন থাকে?
-৭৮.০২%।
১০.বায়ুমন্ডলে কত ভাগ অক্সিজেন আছে?
-২০.৭১%।
১১.আবহাওয়া কাকে বলে?
-প্রতিদিনের গড় তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ু প্রবাহের তথ্যের ভিত্তিতে কোনো এলাকার যে অবস্থা প্রকাশ করে তাকে আবহাওয়া বলে।
১২.জলবায়ু কাকে বলে?
-সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
১৩.সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে?
-সমুদ্র নিকটবর্তী এলাকায় মীত গ্রীষ্ম এবং দিন রাত্রির তাপমাত্রার তেমন পার্থক্য হয় না। এ জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে।
১৪.পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
-বাংলাদেশ ।
১৫.শিলা কাকে বলে?
-ভূ-ত্বক যেসব উপাদানে গঠিত তাদেরকে সাধারনভাবে শীলা বলে।
১৬.শিলা কত প্রকার?
-তিন প্রকার।
১৭.পাললিক শিলা কাকে বলে?
-পলল বা তলানী থেকে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে।
১৮.কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়?
-পাললিক শিলার।
১৯.ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
-তিন ভাগে।
২০.বাংলাদেশের সবচেয়ে উচু বৃক্ষের নাম কী?
-বৈলাম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    505 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]