Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4932
৪১.x²+x, x²+2x+1 এর গ.সা.গু কত?
-x+1
৪২.দুটি সংখ্যার অনুপাত ৫:৫ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
-১২০
৪৩.৫+৮+১১+---- ধারার কোন পদ ৩৮৩?
-১২৭
৪৪.রফিক সাহেব একটি গাড়ি ৩,৫০,০০০ টাকায় খরিদ করেন। গাড়িটি কত টাকায় বিক্রয় করলে শতকরা ১০ টাকা হারে লাভ থাকবে?
-৩৮৫০০০ টাকা
৪৫.বার্ষিক ৫ ১/২% হার সুদে ৬০০ টাকার ৩ বছরের সুদ কত?
-৯৯ টাকা
৪৬.এক কলা বিক্রেতার নিকট ৩৫ ডজন কলা আছে, তার নিকট কতটি কলা আছে?
-৪২০ টি
৪৭.৫, ৮, ১৫ এর চতুর্থ সমানুপাতী কোনটি?
-২৪
৪৮.একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল যথাক্রমে ৬ ও ১২ ঘন্টায় খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে?
-৪ ঘন্টা
৪৯.৯১ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
-১৩
৫০.শাহীনের আম্মা তাকে বাজার করতে ১০০ টাকা দিলেন। শাহীন বাজার থেকে ১৫ ১/১০ টাকার বিস্কুট, ২৫ ১/১/২০ টাকার মাছ, ও ৩০ টাকার চাল কিনল। শাহীন তার আম্মাকে কত টাকা ফেরত দিবে?
-২৯ ১৭/২০ ।
৫১.কোনো দুর্গে ১০০০ জন সৈন্যকে ৭০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ঐ দুর্গে আরও ২০০ জন সৈন্য আসলে বাকি খাদ্যে কত দিন চলবে?
-৫০ দিন।
৫২.৫/১৬X৪=কত?
-১ ১/৪
৫৩.৮/১৫ কোন ভগ্নাংশের ২/৫?
-৪/৩
৫৪.কোনো সংখ্যার সাথে ৭ যোগ করে যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত?
-২০
৫৫.১০০০ মিলিয়নে কত টাকা হয়?
-১০০ কোটি।
৫৬.একটি কারখানায় দৈনিক মজুরি প্রতি দক্ষ শ্রমিকের ১৫০ টাকা এবং অদক্ষ শ্রমিকের ১২০ টাকা। মোট শ্রমিকের সংখ্যা ৪০০ এবং দৈনিক মজুরি ৫২,৮০০ টাকা হলে, দক্ষ শ্রমিকের সংখ্যা কত?
-১৬০
৫৭.তিনজন বালকের মধ্যে ৫৭০ টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেয়া হলো। তাদের বয়স যথাক্রমে ১০, ১৩ ও ১৫ বছর। বালকদের প্রত্যেকে কত টাকা করে পাবে?
-১৫০, ১৯৫, ২২৫ টাকা
৫৮.নিচের কোনটি জোড় সংখ্যা?
-১৩৪
৫৯.১ দিন বা ২৪ ঘন্টায় ১/৪ অংশ = কত ঘন্টা?
-৬
৬০.মে মাসে দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৫ মিলিমিটার ছিল। ঐ মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত ছিল?
-২৩২৫ মিলিমিটার।
৬১.কোন গ্যাস চুনের পানি ঘোলা করে?
-কার্বন ডাই অক্সাইড।
৬৩.কোনটি অধাতু?
-হীরক
৬৪.চিনি, সাবান, তেল, পেট্রোল ইত্যাদি কিসের যৌগ?
-কার্বন ও হাইড্রোজেনের।
৬৫.কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
-ভিটামিন সি
৬৬.সেন বংশের প্রথম রাজা কে?
-হেমন্ত সেন
৬৭.ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুগল সুবাদার কে ছিলেন?
-ইসলাম খান
৬৮.চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?
-কর্নওয়ালিস।
৬৯.ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?
-১৯২৬ সালে।
৭০.উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
-লর্ড মাউন্ট ব্যাটেন
৭১.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৭২.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
-২ নম্বর সেক্টর।
৭৩.বাংলাদেশের ৪৯২ তম উপজেলার নাম কী?
-শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
৭৪.জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের ১৫ তম ও ২য় নারী স্থায়ী প্রতিনিধী কে?
-রাবার ফাতিমা
৭৫.অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত?
-ঢাকা বিশ্ববিদ্যালয়
৭৬.বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
-শ্রীমাভো বন্দরনায়েকে
৭৭.আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখ?
-৮ মার্চ
৭৮. NAM এর পূর্ণরূপ কী?
-Non-Aligned Movement
৭৯.ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
-ব্রাসেলসে
৮০.নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত?
-১০
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]