Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4905
১.ভ্যাকিউয়ামে শব্দের বেগ কত?
-শূন্য।
২.শব্দের চেয়ে দ্রুতগতির বিমান কোনটি?
-সুপারসনিক বিমান।
৩.মানুষের শ্রাব্যতার সীমা কত?
-২০ হার্জ – ২০,০০০ হার্জ।
৪.রেফ্রিজারেটরে কমপ্রেসারের প্রধান কাজ কী?
-ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।
৫.শরীরের ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কোনটি?
-সূর্যের অতিবেগুনি রশ্মি।
৬.বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
-আয়নোস্ফিয়ার।
৭.সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস থাকে?
-নাইট্রোজেন গ্যাস।
৮.মোবাইল টেলিফোন লাইনের মধ্যে দিয়ে কোনটি প্রবাহিত হয়?
-তড়িৎ শক্তি।
৯.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
-ফিশন ।
১০.যে উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে –
-ফনীমনসা।
১১.জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করে কোনটি?
-ভাইরাস।
১২.পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে –
-দূষিত খাদ্য ও পানির দ্বারা।
১৩.জীব দেহের গঠন ও কাজের একক কী?
-কোষ।
১৪.দেহের রাসায়নিক কারখানা হিসেবে পরিচিত কোনটি?
-সাইটোপ্লাজম।
১৫.সালোকসংশ্লেষণের জন্য উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
-কার্বন ডাই অক্সাইড।
১৬.কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়?
-রেনিন।
১৭.মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কতটি?
-চারটি।
১৮.মস্তিষ্কের আবৃতকারী পর্দার নাম কী?
-মেনিনজেস।
১৯.কমলা লেবুতে কোন এসিড বিদ্যমান?
-অ্যাসকরবিক এসিড।
২০.মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কী?
-এনামেল ।
২১.দেহে ইউরিয়া ঘটিত নাইট্রোজেন কোথায় তৈরি হয়?
-বৃক্কে।
২২.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
-ভিটামিন এ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    283 Views
    by shahan
    0 Replies 
    1049 Views
    by sajib
    0 Replies 
    737 Views
    by kajol
    0 Replies 
    753 Views
    by tamim
    0 Replies 
    599 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]