Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4885
১.ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয় কত সালে?
-২১ নভেম্বর ১৯৭১ সালে।
২.ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন কে?
-জেনারেল জগজিৎ সিং অরোরা।
৩.পাকিস্তানি পক্ষের নেতৃত্বে ছিলেন কে?
-জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী
৪.প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
-যশোর।
৫.কত জন সৈন্য নিয়ে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন?
-৯৩ হাজার পাকিস্তানি সৈন্য
৬.ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবেশ করে –
-কাদেরীয়া বাহিনী।
৭.বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব –
-বীরবিক্রম
৮.মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংগঠিত হয়?
-১৪ ডিসেম্বর ১৯৭১ সালে।
৯.মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
-গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
১০.১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
-রেসকোর্স ময়দানে
১১.বঙ্গবন্ধু কত সালে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান?
-১৯৭২ সালের ৮ জানুয়ারি
১২.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়?
-যশোর।
১৩.বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশী সরকার প্রধান –
-ইন্দিরা গান্দী
১৪.মুক্তিযুদ্ধের আত্মসমপর্ণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
-সোহরাওয়ার্দী উদ্যান
১৫.বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস –
-১৪ ডিসেম্বর
১৬.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
-১০ জানুয়ারি ১৯৭২ সালে।
১৭.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?
-যশোর ও সিলেট
১৮.১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা কত সন?
-১৩৭৮
১৯.বীরপ্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
-১১ নম্বর
২০.১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণাটি ছিল তা কোনটি?
-বাঙালি জাতীয়তাবাদ
২১.১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী কে?
-মুনীর চৌধুরী।
২২.পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম –
-ড. জি সি দেব
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    541 Views
    by sajib
    0 Replies 
    968 Views
    by rajib
    0 Replies 
    273 Views
    by shohag
    0 Replies 
    313 Views
    by tamim
    0 Replies 
    267 Views
    by raja

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]