Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#4879
কাব্য ও কাব্যের প্রধান চরিত্র
গ্রন্থাগার –গ্রন্থ – কাব্যের প্রকৃতি – চরিত্র
বড়ু চন্ডীদাস - শ্রীকৃষ্ণকীর্তন – পাঁচালী কাব্য – বড়াই, রাধা, কৃষ্ণ
মুকুন্দরাম চক্রবর্তী – চন্ডীমঙ্গল – মঙ্গলকাব্য – ফুল্লরা, ভাডুদত্ত, মুরারী শীল
দৌলত কাজী – সতীময়না ও লোরচন্দ্রানী – রোম্যান্টিক কাব্য – মহিষী ময়নামতি, রাজা লোর
ভারতচন্দ্র – অন্নদামঙ্গল – মঙ্গলকাব্য – ঈশ্বরী পাটনী, হীরামালিনী, বিদ্যা ও সুন্দর
আলাওল – পদ্মাবতী – রোমান্টিক কাব্য – পদ্মাবতী
নারায়ণ দে – পদ্মাপুরাণ – মঙ্গলকাব্য – চাঁদ সওদাগর, মনসা, লখিন্দর
মাইকেল মধুসুদন দত্ত – মেঘনাদবধ কাব্য – মহাকাব্য – মেঘনাদ, বীরবাহু, রাবণ, সীতা, লক্ষ্ণন, রাম, বিভীষণ

নাটক ও নাটকের প্রধান চরিত্র
নাট্যকার – নাটক – চরিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – শকুন্তলা -শকুন্তলা
দীনবন্ধু মিত্র – নীলদর্পন – তোরাপ, নবীন মাধব, আদুরী
মাইকেল মধুসুদন দত্ত – কৃষ্ণকুমারী – কৃষ্ণকুমারী, ভীম সিং, বিলাসবতী, মর্দানকী, তপস্বিনী
রবীন্দ্রনাথ ঠাকুর – ডাকঘর – অমল, সুধা, মাধব, ঠাকুরদা
চিত্রাঙ্গদা – চিত্রাঙ্গদা, অর্জুন
বিসর্জন – অপর্না, জয়সিংহ, রঘুপতি, গোবিন্দ মানিক্য
মালিনী – ক্ষোমংকর, মালিনী
রক্তকবরী – নন্দিনী, রঞ্জন
মুনীর চৌধুরি – রক্তাক্ত প্রান্তর – জোহরা, জরিনা, হিরণবালা, ইব্রাহীম কার্দি

এছাড়াও কালীপ্রসন্ন সিংহ রচিত হুতোম প্যাঁচার নকশা প্রহসনের প্রধান চরিত্র দনুবানু এবং অমৃতলাল বসুর বিবাহ বিভ্রাট প্রহসনের প্রধান চরিত্র নন্দলাল ও কার ফরমার।

উপন্যাস ও উপন্যাসের প্রধান চরিত্র
ঔপন্যাসিক – উপন্যাস – প্রধান চরিত্র
প্যাঁরিচাদ মিত্র – আলালের ঘরের দুলাল – ঠকচাচা, বাঞ্ছারাম, বাবুরাম বাবু
রবীন্দ্রনাথ ঠাকুর – চোখের বালি – মহেন্দ্র, বিনোদিনী
গোরা- গৌরমোহন, সুচরিতা, ললিতা, বিনয়, লাবণ্য
শেষের কবিতা – অমিত, লাবণ্য, শোভনলাল
ঘরে বাইরে – নিখিলেশ, বিমলা, মেজরানী
যোগাযোগ - মধুসুদন, কুমুদিনী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    384 Views
    by sajib
    0 Replies 
    221 Views
    by kajol
    0 Replies 
    96 Views
    by shanta
    0 Replies 
    665 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]