Page 1 of 1

বিসিএস ও অন্যান্য পরীক্ষায় সহায়তার জন্য বিজ্ঞানের সম্ভাব্য প্রশ্নাবলি: পার্ট-০৭

Posted: Sun Dec 13, 2020 1:51 pm
by kausar
১.পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে কী বলে?
-অভিকর্ষ
২.পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
-মাধ্যাকর্ষন বলের জন্য
৩.পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরণ কত?
-৯.৮ মি/সে. ²
৪.মাধ্যাকর্ষন জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
-ভূ-পৃষ্ঠে
৫.পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম?
-নিরক্ষীয় অঞ্চলে
৬.কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
-মেরু অঞ্চলে
৭.যখন কোন বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন –
-বাড়ে
৮.ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কি হয়?
-কমে
৯.চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত অংশ?
-১/৬ অংশ।
১০.মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কে?
-মহাশূণ্যচারী g এর মানের সমান ত্বরিত হয়
১১.শূন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
-সবকটি এক সাথে মাটি স্পর্শ করবে
১২.সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়ালে, দোলনকাল –
-বাড়বে
১৩.একটি পেন্ডলাম ঘড়ি বিষুব রেখা রেখা থেকে মেরুতে নিয়ে গেল ঘড়িটি –
-ফাস্ট হবে
১৪.একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
-অসীম
১৫.সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী?
-ফ্যাদোমিটার
১৬.আলস্ট্রাসনিক শব্দ বলতে বোঝায় –
-যে শব্দ মানুষ সাধরণভাবে শুনতে পায় না
১৭.কোন মাধ্যমের তাপমাত্রা বাড়লে ঐ মাধ্যমে শব্দের গতি –
-বাড়ে
১৮.বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়?
-বাড়ে
১৯.নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান?
-কনকর্ড
২০.রোগ নির্নয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় –
-শব্দোত্তর তরঙ্গ
২১.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
-কঠিন
২২.কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরকা নির্নয় করা যায়?
-শব্দের প্রতিধ্বনি