Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#4840
১.আমার সন্তান যেন থাকে দুধেভাতে-এ প্রার্থনাটি করেছে –
-ঈশ্বরী পাটনী
২.সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই-কে বলেছেন?
-চন্ডীদাস
৩.মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর-এ পঙক্তিটি কার রচনা?
-শেখ ফজলল করিম
৪.জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। - এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
-শিখা
৫.পথিক তুমি পথ হারাইয়াছ? কথাটি কোন সাহিত্যিকের সাহিত্যকর্মের?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬.সুশিক্ষিত লোক মাএই স্বশিক্ষিত- এই উক্তিটি কার?
-প্রমথ চৌধুরী
৭.জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন- স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থানে রচিত বাতাসে লাশের গন্ধ কবিতার বহুল উচ্চারিত এ পঙক্তিটির বিক্ষুব্ধ কবির নাম –
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
৮.স্বাধীনতা হীনতায় কে বাচিয়ে চায়- চরনটি কার লেখা?
-প্রমথ চৌধুরী
৯.বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে- উক্তিটি কার?
-সঞ্জীব চট্টোপাধ্যায়
১০.নিচের উদ্ধতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? কান্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে সারিগান-লা শরীক আল্লাহ।
-খেয়াপারের তরণী
১১.ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে- উক্তিটি করেছেন –
-প্রমথ চৌধুরী
১২.কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি – অপেক্ষমান মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তি রচিত হয়েছিল –
-৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
১৩.ধরনীর কোনো এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভান্ডার আমারি লাগিয়া। -লেখাটি কার?
-মোহিতলাল মজুমদার
১৪.মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না – কার কথা?
-রবীন্দ্রণাথ ঠাকুর

উল্লেখযোগ্য পঙক্তি
পঙক্তি – রচয়িতা ও যে কবিতার পঙক্তি
কেমনে ধরিব হিয়া? আমার বধূয়া আন বাড়ি যায় আমার অঙিনা দিয়া। - চন্ডীদাস
সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল – জ্ঞানদাস
কতরূপে স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া – ঈশ্বরচন্দ্র গুপ্ত
পাখি সব করে রব, রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল – মদন মোহন তর্কালঙ্কার
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা – অতুল প্রসাদ সেন
মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন হয়েছিল প্রাতঃস্মরণীয় – হেমচন্দ্র বন্দোপাধ্যায়
কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় – সতেন্দ্রনাথ দত্ত
তা বলে কুকুরে কামড়ান কী মানুষের শোভা পায় – উত্তম ও অধম
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি – মদনমোহন তর্কালঙ্কার
মম এক হাতে বাঁকা বাশের বাশরি, আর হাতে রণ-তুর্য – কাজী নজরুল ইসলাম
বাঁচতে হলে লাঙল ধররে এবার এসে গায় – শেখ ফজলুল করিম
ভাত দে হারামজাদা, তানা হলে মানচিত্র খাব – রফিক আজাদ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]