Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4831
১.’সকলের জন্য বন’ কী?
-বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে গৃহীত জাতীয় বননীতির স্লোগান হচ্ছে ‘সকলের জন্য বন’।
২.বনজ সম্পদ বলতে কি বোঝায়?
-বনভূমিতে সঞ্চিত বা বনভূমি থেকে প্রাপ্ত সম্পদ হলো বনজ সম্পদ।
৩.উদ্ভিদের ধরন বা জাত অনুসারে বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা হয়?
-৩ ভাগে।
৪.চন্দ্রঘোনা পেপার মিল কোথায় অবস্থিত?
-রাঙামাটি জেলার চন্দ্রঘোনা নামক স্থানে।
৫.বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয় কবে?
-১৯৯২ সালে।
৬.ম্যাপল পাতার দেশ কোনটি?
-কানাডা।
৭.এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
-তৈগা।
৮.পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের নাম কী?
-ক্যালিফোর্নিয়ার উপকূলের রেড উড শ্রেনীর গাছ।
৯.ইরাটম কী?
-এক ধরনের উন্নত জাতের ধানের নাম।
১০.মুরইছড়া ইকোপার্ক কোথায় অবস্থিত?
-মৌলভিবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
১১.দেশে কবে সামাজিক বনায়ন এর কাজ শুরু হয়?
-১৯৭৯ সালে।
১২.দেশের কোন স্থান রাবার চাষের জন্য বিখ্যাত?
-কক্সবাজারের রামু।
১৩.শালবৃক্ষের জন্য বিখ্যাত কোন বন?
-ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
১৪.বাংলাদেশে জনপ্রতি বনভূমির পরিমাণ কত?
-প্রায় ০.০২ হেক্টর।
১৫.বাংলাদেশে পাহাড়ি বনাঞ্চলের পরিমাণ কত?
-০.৬৭ মি. হেক্টর।
১৬.বাংলাদেশে ম্যানগ্রোভ বণাঞ্চলের পরিমাণ কত?
-০.৬০ মি. হেক্টর।
১৭.কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
-তুলা গাছ।
১৮.পরিবেশ রক্ষার কাজে কোন গাছটি সহায়ক?
-নিম গাছ।
১৯.উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল সৃজন করা হয়েছে কতটি জেলায়?
-১০ টি জেলায়।
২০.বন সংক্রান্ত মন্ত্রণালয় এর নাম কী?
-পরিবেশ ও বন মন্ত্রণালয়।
২১.বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
-চট্টগ্রামে।
২২.সুন্দরবন বাংলাদেশের কতটি জেলায় অন্তর্ভুক্ত?
-৩টি।
২৩.সুন্দরী গাছ কত দীর্ঘ হতে পারে?
-৪০ থেকে ৬০ ফুট।
২৪.বাংলাদেশে কোন বিভাগে বনভূমির পরিমাণ বেশি?
-চট্টগ্রাম বিভাগে।
২৫.সুন্দরবনে গাছপালার কত শতাংশ সুন্দরী গাছ?
-৭৩ শতাংশ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    97 Views
    by shahan
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    504 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]