Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4815
১.ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
-চম্বুক ক্ষেত্র হিসেবে
২.চম্বকের আকর্ষন সবচেয়ে বেশি-
-মেরুবিন্দুতে
৩.পৃথিবী একটি বিরাট চুম্বক এটি কে প্রমাণ করেন?
-ড. গিলবার্ট
৪.বৈদ্যুতিক ঘন্টায় ব্যবহার করা হয় -
-এসি তড়িৎ চম্বুক
৫.নিচের কোনটি ফেরো চৌম্বক পদার্থ?
-বিসমাথ
৬.তড়িৎ চম্বক আবেশের আবিষ্কারক কে?
-মাইকেল ফ্যারাডে
৭.বৈদ্যুতিক মটরে ব্যবহৃত তামার বলয়কে কি বলা হয়?
-কম্যুটেটর
৮.এলনিকো এক ধরনের -
সংকর চম্বুক
৯.রাডারে যে তড়িৎ চম্বুক ব্যবহার করা হয় তার নাম কী?
-মাইক্রোওয়েভ
১০.কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
-এলুমিনিয়াম
১১.কোনটি চৌম্বক পদার্থ?
-কোবাল্ট
১২.সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে কম্পাংকের কতটা পরিবর্তন ঘটে?
-অর্ধেক হবে
১৩.রঙিন টেলিভিশণ হগতে ক্ষতিকর কোন রশ্নি বের হয়?
-মৃদু রঞ্জন রশ্নি
১৪.আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ -
-ফটো লিথোগ্রাফি
১৫.অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে -
-পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
১৬.ইন্টারনেট সংযোগের জন্য নিচের কোন যন্ত্রটি অপরিহার্য?
-কম্পিউটার
১৭.রাডারে যে তাড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কী?
-বেতার তরঙ্গ
১৮.রেডিও আইসোটোপের ব্যবহার হয় -
-গলগন্ড রোগ নির্নয়ে
১৯.ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য -
-ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
২০.ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
-সিলিকন চিপ

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]