Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4814
১.বায়ুমন্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
-১০ মিটার
২.উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো -
-প্রায় ১২ ঘন্টা
৩.কর্কটক্রান্তি রেখা -
-বাংলাদেশের ম্যধখান দিয়ে গিয়েছে
৪.কোথায় সাঁতার কাটা সহজ?
-সাগরে
৫.প্রবল জোয়ারের কারণ -
-এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
৬.রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়?
-উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমন্ডলের অবলোকন
৭.ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে -
-কর্কটক্রান্তি রেখা
৮.সমুদ্র স্রোতের অন্যতম কারণ -
-বায়ুপ্রবাহের প্রভাব
৯.সমুদ্রপৃষ্টের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -
-১০ নিউটন
১০.যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় -
-নিয়ত বায়ু
১১.কোথায় দিনরাত্রি সর্বত্র সমান?
-নিরক্ষরেখায়
১২.কোনটি না থাকলে অর্ধাংশে চিরকাল দিন ও বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকত?
-আহ্নিক গতি
১৩.বায়ু প্রবাহিত হয় -
-উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে
১৪.চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন -
-কমবে
১৫.আন্তর্জাতিক তারিখরেখা সম্পর্কে যে তথ্যটি সত্যি নয় -
-রেখাটি জাপানের কয়েকটি দ্বীপের ওপর দিয়ে গিয়েছে
১৬.ভূপৃষ্টে শিলার যে কঠিন বহিরাবরণ দেকা যায় তাকে কি বলে?
-ভূত্বক
১৭.কোনো স্থানের জলবায়ু কিসের ওপর নির্ভরশীল?
-সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা
১৮.মৌসুমি বায়ু সৃষ্টির মূল কারণ কী?
- সূর্যের উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
১৯.ওজনের রং কী?
-গাঢ় নীল
২০.বায়ুমন্ডলে সর্বাধিক পাওয়া যায়?
-নাইট্রোজেন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1091 Views
    by rafique
    0 Replies 
    301 Views
    by rafique
    0 Replies 
    298 Views
    by raihan
    0 Replies 
    967 Views
    by masum
    0 Replies 
    563 Views
    by shanta

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]