Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4804
১.কারক বলতে কি বোঝায়?
-ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত পদ
২.করণ শব্দটির অর্থ কী?
-সহায়ক
৩.ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলে?
-করণকারক
৪.শহরের লোকেরা গাঁয়ে এসেছে- এ বাক্যে লোকেরা কোন কারক?
-কর্তৃকারক
৫.ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
-রূপতত্বে
৬.নিম্নরেখ কোন শব্দ করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
-ঘোড়াকে চাবুক মার
৭.করিমকে রহিম গতকালে মেরেছে ---- কর্মকারক সূচক শব্দ কোনটি?
-করিমকে
৮.কাননে কুসুম কলি সকলি ফুটিল - এই বাক্যে কাননে কোন কারক ও বিভক্তি?
-অধীকরণে ৭মী
৯.আজকে নগদ কালকে ধার-বাক্যে আজকে কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরনে দ্বিতীয়া
১০.বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বাক্যে বিপদে কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে ৭মী
১১.পৃথিবীতে কে কাহার? এ বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তির নিষ্পন্ন?
-অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
১২.মাঠে ধান ফলেছে- বাক্য মাঠে কোন কারক?
-স্থানাধিকরণ
১৩.এ দেহে প্রাণ নেই - বাক্যে রেখাঙ্কিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরনে শূন্য বিভক্তি
১৪.নিচের কোন বাক্যটিতে কর্মকারকে প্রথমা বিভক্তি আছে?
-বাঁশি বাজে
১৫.কান্নায় শোক কমে এ বাক্যে কান্নায় কোন কারক?
-অধিকরণ কারক
১৬.তিনি চোখে দেখেন না? চোখে কোন কারক?
-করণ
১৭.বেলা যে পড়ে এল জলকে চল। বাক্যে জলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-নিমিত্তার্থে
১৮.সুখের চেয়ে স্বস্তি ভালো - বাক্যে সুখের চেয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-নিমিত্তার্থে ৪ র্থী
১৯.সেূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় - এটি কোন ধরনের অধিকরণ কারক?
-ভাবাধিকরণ
২০.নিচের কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ?
-আঁকাশে চাদ উঠেছে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1064 Views
    by rafique
    0 Replies 
    928 Views
    by masum
    0 Replies 
    524 Views
    by shanta
    0 Replies 
    1098 Views
    by sajib
    0 Replies 
    1367 Views
    by rajib

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]