Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4761
আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ
১.ISA এর পূর্ণরূপ কী?
-International Seabed Authority.
২. ISA গঠন করা হয় কবে?
-১৬ নভেম্বর ১৯৯৪ সালে।
৩. ISA এর সদর দপ্তর কোথায়?
-কিংস্টন, জ্যামাইকা।
৪. ISA এর মহাসচিব কে?
-Satya N. Nandan.
৫. ISA এর বর্তমান মহাসচিব কে?
-মাইকেল ডব্লিউ লজ।

সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক আদালত
১. সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
-১৬ নভেম্বর ১৯৯৪।
২.ITLOS এর পূর্ণরূপ কী?
-International Tribunal for the Law of the Sea.
৩. ITLOS এর সদর দপ্তর কোথায়?
-হামবুর্গ, জার্মানি।
৪.স্থায়ী সালিশি আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
-২৯ জুলাই ১৮৯৯ সালে।
৫.PCA এর পূর্ণরূপ কী?
-Permanent Count of Arbitration.
৬. PCA এর সদর দপ্তর কোথায়?
-দ্য হেগ, নেদারল্যান্ডস।
৭.জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন স্বাক্ষরিত হয় কবে?
-১০ ডিসেম্বর ১৯৮২ সালে।
৮.জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন চুক্তি কার্যকর হয় কবে?
-১৬ নভেম্বর ১৯৯৪ সালে।

সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন
সম্মেলন – সময়কাল
UNCLOS I – ২৪ ফেব্রুয়ারি – ২৯ এপ্রিল ১৯৫৮
UNCLOS II – ১৭ মার্চ – ২৬ এপ্রিল ১৯৬০
UNCLOS III – ৩০ এপ্রিল ১৯৮২

আইপিসিসি
১.IPCC এর পূর্ণরূপ কী?
-Intergovernmental Panel on Climate Change.
২. IPCC প্রতিষ্ঠা লাভ করে কবে?
-১৯৮৮ সালে।
৩. IPCC নোবেল শান্তি পুরস্কার পায় কবে?
-২০০৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    807 Views
    by masum
    0 Replies 
    444 Views
    by shanta
    0 Replies 
    548 Views
    by tamim
    0 Replies 
    429 Views
    by raja
    0 Replies 
    456 Views
    by mousumi

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]