Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4716
১.উদ্ভিদের ব্যাপন একটি কী?
-ভৌত প্রক্রিয়া
২.কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমের শব্দের গতির কি পরিবর্তন হয়?
-বাড়ে
৩.তার বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি কার?
-কালো বস্তুর।
৪.পেনিসিলিন কত সালে আবিষ্কৃত হয়?
-১৯২৯ সালে।
৫.জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেন?
-লুই পাস্তুর।
৬.সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় –
-লাল আলোতে
৭.ফুসফুসের আবরণকে কী বলে?
-প্লরা।
৮.জৈব বির্তনের জনক বলা হয় কাকে?
-চার্লস ডারউইনকে।
৯.মানবদেহের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কতটি?
-৪টি।
১০.পীট কয়লার বৈশিষ্ট্য কী?
-ভিজা ও নরম।
১১.রংধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি?
-সবুজ।
১২.সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য কোনটি?
-গামা রশ্মি।
১৩.মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে?
-হাইপোথ্যালামাস।
১৪.কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
-সোডিয়াম
১৫.সুনামি একটি –
-সামুদ্রিক জ্বলোচ্ছাস
১৬.ব্যাকটেরিয়া কোষে নিচের কোনটি উপস্থিত?
-ক্রোমাটিন বস্তু
১৭.সকল সজীব কোষে থাকে?
-সাইট্রোপ্লাজম
১৮.অশ্রু ও লালায় কোন এনজাইম ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে?
-লাইসোজোম।
১৯.মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে –
-২৩ জোড়া
২০.এনজিওপ্লাস্টি হচ্ছে –
-হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
২১.পেপসিন এক প্রকার –
-এনজাইম
২২.মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায় –
-থ্যালামাস
২৩.কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
-হরগোবিন্দ খোরানা
২৪.কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই?
-ছত্রাক
২৫.সর্বাপেক্ষা ভারী তরল কোনটি?
-পারদ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    357 Views
    by sajib
    0 Replies 
    204 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]