Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4681
৪১.৭ জন শ্রমিক ৭দিনে ৭টি রিকশা তৈরি করতে পারে। ৫ জন শ্রমিকের ৫টি রিকশা তৈরি করতে কতদিন লাগবে?
-৭দিন
৪২.১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান?
-১
৪৩.নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল?
-৫৭
৪৪.নিচের কোনটি x²-y²+2y-1 এর একটি উৎপাদক?
-x+y-1
৪৫.যদি n এবং p অযুগ্ম সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম হবে?
-n+p
৪৬.a(a+b)/a-b কে (a+b)/a³-b³ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
-a³+a²b+ab²
৪৭.যদি a+b=√7 এবং b=a-√3 হয়, তবে ab=কত?
-1
৪৮.একটি ট্রেন ঘন্টায় ৬০ কিমি বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?
-৬ সেকেন্ড
৪৯.১২ টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
-২৫%
৫০.একটি ঘরের দৈর্ঘ্য ২৭ মিটার এবং প্রস্থ ১৮ মিটার হলে, ঘরের মেঝের ক্ষেত্রফল হবে –
-৪৮৬ বর্গমিটার
৫১.একটি খালি সুইমিং পুলে ৫,৭৬০ গ্যালন পানি ধরে। প্রতি মিনিটে ১২ গ্যালন পানি দিয়ে পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগবে?
-৮
৫২.১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, ----- ধারাটির পরের পদটি কত?
-২০২
৫৩.একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
-৯:১
৫৪.পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পিতার বয়স ৪৪ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
-৬০ বছর
৫৫.১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
-৬০ ডিগ্রি
৫৬.৩ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
-৯টি
৫৭.কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
-১৪১
৫৮.১০% হার মুনায়ফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা?
-৩৫০ টাকা
৫৯.log10 x=3 x
-1000
৬০.X:y=5:6, Y:Z=7:8 হলে X:Y:X=কত?
-35: 42: 48
৬১.নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?
-কার্বন ডাই-অক্সাইড।
৬২.কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙল বলা হয়?
-কেঁচো
৬৩.কোনো ই-মেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে?
-@.
৬৪.কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?
-কাজাখস্তান
৬৫.কর আদায়ের দায়িত্ব কার?
-জাতীয় রাজস্ব বোর্ড
৬৬.বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে?
-অধ্যাপক ইউসুফ আলী
৬৭.২০২০ সালের বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান কততম?
-৯৭ তম
৬৮.গ্যাসের চাপ নির্ধারক যন্ত্র কোনটি?
-ম্যানোমিটার
৬৯.সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে –
-বঙ্গোপসাগরের একটি খাদের নাম
৭০.স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন?
-৪২৬ জন
৭১.বাংলাদেশের সমুদ্র বন্দর কতটি?
-৩টি
৭২.কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল?
-গ্রীস
৭৩.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কবে?
-১৬ ডিসেম্বর ১৯৭২
৭৪.খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
-সিলেট
৭৫.ঘূর্ণিঝড় নিসর্গ এর নামকরণ করে কোন দেশ?
-বাংলাদেশ
৭৬.বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি?
-মহেশখালী
৭৭.কোন প্রণালী এশিয়া মহাদেশেকে ইউরোপ হতে পৃথক করেছে?
-বসফরাস
৭৮.ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়?
-লিঁও
৭৯.সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের সময়সীমা কত?
-৬০ বছর
৮০.ব্লগিং এর জনক বলা হয় কাকে?
-ইভান উইলিয়ামস
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5641 Views
    by bdchakriDesk
    0 Replies 
    260 Views
    by shohag
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk
    0 Replies 
    293 Views
    by tamim
    0 Replies 
    242 Views
    by raja

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]